রোহিঙ্গাদের সাহায্য করার বিশ্বস্ত উপায় :http://www.naharrelief.org

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৫:১৫:১২ সকাল

বিদেশ থেকে অত্যাচারিত রোহিঙ্গাদের কাছে সাহায্য করাটা বেশ কঠিন। অনেকেই উদ্যোগ নিয়েছেন আপনার সাহায্যটা সঠিক যায়গায় পৌঁছছে কিনা এমন শংকা থেকে অনেকে সাহায্যের হাতটা বাড়াননি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশীদের অর্গানাইজেশন NAHAR RELIEF অনেক দিন ধরেই দরিদ্র-নিপীড়িতদের মাঝে নিরলশভাবে কাজ করছে। একেবারে গোড়ার দিক থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলুতে নিবিড়ভাবে কাজ করে আসছে এই সংগঠনটি।

বর্তমান প্রেক্ষাপটে বার্মা এবং বাংলাদেশে কার্য্যক্রম আরো ব্যাপকতর করা হয়েছে। আপনি ও NAHAR এর মাধ্যমে পাশে দাঁড়াতে পারেন রোহিঙ্গা এতিম-শিশু আর নারীদের ।

http://www.naharrelief.org/ থেকে Donate বাটনে ক্লিক করে দান করতে পারেন নি:শ্চিন্তেই!

ধন্যবাদ ।

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380454
০৫ ডিসেম্বর ২০১৬ সকাল ০৫:৪৬
আকবার১ লিখেছেন : http://www.naharrelief.org/
ওনারা মুনার দ্বায়িত্বে ও আছেন।অথেনটিক
সংগঠন।চালিয়ে যান।
০৫ ডিসেম্বর ২০১৬ সকাল ০৮:২৬
314847
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ। আমি নিজে একটা উদ্যোগ নিয়েছিলাম। পরে মনে হল, যেহেতু Nahar অলরেডি কাজta করছে, তাই ওটাকে প্রমোট করাই ভাল হবে।
380455
০৫ ডিসেম্বর ২০১৬ সকাল ০৬:০০
মনসুর আহামেদ লিখেছেন :
ভালো লাগলো / অনেক ধন্যবাদ
380456
০৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:০১
রাশেদ বিন জাফর লিখেছেন : খুব ভালো উদ্দ্যোক
380475
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৫৯
হতভাগা লিখেছেন : রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার ব্যবস্থা করুক , ওখানে তো বিশাল জায়গা পড়ে আছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File