আমেরিকার ব্লগারদের দৃষ্টি আকর্ষণ! অন্যরা ও আসতে পারেন।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৭ অক্টোবর, ২০১৬, ১১:২৬:৪৪ রাত
সোনার-বাংলা ব্লগ থেকে শুরু করে টুডে ব্লগে কতটা সময় পার করে দিলাম! কত জনের লেখার ভক্ত হয়ে গেলাম! কিন্তু তাদের ক' জনকেই বা প্রকৃতভাবে চিনি? নামটা ও বা ক'জনের জানি? ব্লগে চ্যাটিং সুবিধা থাকলে না হয় কিছুটা জানা-শোনা সম্ভব হত!
এমনটা কি করা যায় না মাসে একবার আমরা ফোনে কনফারেন্সে কথা বলি! সবাই-সবাইকে জানবো! দেখবেন আস্তে-আস্তে নতুন আইডিয়া জন্ম নেবে।
আমি আপাতত: আমেরিকার যারা থাকেন তাঁদের দিয়ে শুরু করতে চাচ্ছি । অন্যরা ও অবশ্যই যোগ দিতে পারেন। এ ধরণের আড্ডা ভাল কিছু বয়ে আনবে বলেই আমার বিশ্বাস!
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন