একবার ভাবুন আমরা কতটা নষ্ট হয়ে গেছি!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ জুন, ২০১৬, ০৮:৫১:৫৬ সকাল
প্যারিস হামলায় ঘটনায় আমরা শোকে নাকের পানি চোখের পানি এক করেছি। ফেসবুকে প্রোফাইল পিক চেন্জ করেছি। ফ্লোরিডায় গে-ক্লাবের হামলায় ঘটনায় রংধনু পতাকা উড়িয়েছি ফেসবুকের দেয়াল জুড়ে।
তুরষ্কে হামলার ঘটনায় আমরা কেন বোবা হয়ে গেলাম? তুরস্ক মুসলিম দেশ বলে? একটু ভাবুন আমরা কতটা নষ্ট হয়ে গেছি!
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুরষ্ক মুসলিম দেশ বিধায় অনেক পিছিয়ে। এখানে কেউ যাবার চিন্তাও করে না , স্বপ্ন তো দূরের কথা । তাই তুরষ্কের কি হল না হল , তাদের সবলোক একরাতেই মরে গেল নাকি গুম হয়ে গেল - এটা নিয়ে কারও মাথা চুলকায়ও না ।
মন্তব্য করতে লগইন করুন