শেখ-হাসিনার শাড়ী থেকে সাম্প্রতিক ট্রেন ! কাকতালীয়!!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ জুন, ২০১৬, ০৮:০২:০০ সকাল



বিজয় দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনার ভারতীয় পতাকার আদলে শাড়ী । এখানে -সেখানে সর্বত্র গেরুয়া রঙের প্রাধান্য এবং সম্প্রতি আলোচনার তুঙ্গে থাকা ট্টেনে ভারতীয় পতাকার আদলে রঙ এবং হিন্দী এবং ইংরেজীতে নির্দেশাবলী দেখেও আপনার কাছে সবকিছুকে কাকতালীয় এবং বিচ্ছিন্ন মনে হচ্ছে?





আসলে আস্তে-আস্তে স্লো পয়িজনিং করে আমাদের এসবে সহনশীল করা হচ্ছে। এভাবে দেখবেন একসময় স্কুল-কলেজে "বন্দে-মাতরম" বা "জয়-জগদীশ হরে" গাইতে দেখলে আমাদের অস্বাভাবিক লাগবেনা।

না দেখার ভান করে আর কত দিন থাকবেন?

বিষয়: বিবিধ

২৩৬১২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373572
৩০ জুন ২০১৬ সকাল ১০:৪৯
হতভাগা লিখেছেন : ঘরে ঘরে যখন ভারতীয় সিনেমা-গান-সিরিয়াল চলে , গায়ে যখন ভারতীয় পোশাক ঝুলে , চিকিৎসা যখন ভারতীয় ডাক্তারকে দিয়েই করানো হয় - তখন ভারতীয় ট্রেনই বা কি আর ট্রান্জিটই বা কি ?
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
310098
হতভাগা লিখেছেন : সাড়ে সাত হাজার বারের উপর পড়া হলেও কেউই কমেন্ট করার সাহস পাচ্ছে না । কমেন্ট কইরা কি ফাইসাই গেলাম নাকি ?
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
310118
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ৮৩৫৯ পঠিত! আমি শিওর এটা একটা টেকনিক্যাল ঘাপলা।

বিষয়টা বড়ই সেনসিটিভ। ভাবছি আমি ও ফাঁইস্যা গেলাম নাকি !
373620
৩০ জুন ২০১৬ দুপুর ০২:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
310119
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনি ও মনে হয় ফাঁসলেন! এসব নিয়ে কথা বলতে নেই। শুধু দেখবেন, মাগার হা করতে পারবেন না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File