অনলাইনে আমরা কি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারিনা?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৭ মে, ২০১৬, ১২:১৬:০৩ রাত
বাংলাদেশে চলমান জুলুম নিপীড়নের বিরুদ্ধে বিদেশের যোদ্ধাদের অংশগ্রহণের সুযোগ অনেকটা কম। আমরা বিচ্ছিন্ন ভাবে ব্লগে লিখে যাচ্ছি। ফেসবুকে পোষ্ট করে যাচ্ছি। এই বিচ্ছিন্ন প্রচেষটাগুলুকে যদি এক যায়গায় ফোকাস করা যেত তবে ভাল ফলাফল আসতে পারতো।
বিদেশের মাটিতে যারা রয়েছেন তাঁরা সরকারের কালো হাতের বাহিরে রয়েছেন। প্রচুর সংখ্যক একটিভিষ্ট আছেন যাঁরা খুব মেধাবি। অনেকের লেখা খুবই ইফেক্টিভ। কিন্তু সে লেখাগুলু নিদ্দিষ্ট সার্কেলের সার্কুলেট করে হারিয়ে যায়। এই ধরণের লেখাগুলু আমরা সম্মিলিত ভাবে কোটো-কোটি মানুষের কাছে পৌঁছে দেবার ব্যবস্হা করতে পারি। হ্যাঁ ! আমরা তা পারি।
টুইটারে আমাদের বিচরণ খুবই কম। তাই আমরা টুইটার ভিত্তিক প্রচারণায় খুবই পিছিয়ে। সম্মিলিতভাবে আমরা বিভিন্ন ইস্যুতে সংঘবদ্ধভাবে টুইটার ক্যাম্পেইন চালাতে পারি।
প্রফেশানাল অডিও-ভিডিও কিংবা গ্রাফিক্স ডিজাইন করে সার্কুলেট করতে পারি। সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তা বেশির ভাগই অপেশাদার হাতের তৈরি।
বিদেশের মাটিতে চলমান বিক্ষোভ-সমাবেশগুলুকে প্রমোট করতে পারি। বিদেশের বিভিন্ন চ্যানেলে একই সময়ে ফোন করে দর্বষ-টি আকর্ষণ করতে পারি। আরো অনেক কিছুই করা সম্ভব।
আমার কি ঐক্যবদ্ধভাবে এটা প্লাটফর্ম গড়ে তুলতে পারিনা?
আপনার মতামত জানান।
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা উদাহরণ দেওয়া যাক! ধরুন সরকার টি ভি চ্যানেলের মাধ্যমে একটা বিষয়ে প্রচারণা চালাচ্ছে। কতলোকের কাছে তা পৌঁছছে ? সংখ্যাটা যাই হোক। বিকল্প পথে অন্যকোন গ্রুপ সমান সংখ্যক বা তার চেয়ে বেশি লোকের কাছে পৌঁছতে পারবে। ভাল কোনটেন্ট যদি তৈরি করতে পারি। ফেসবুকে টার্গেটেড ডেমোগ্রাফিতে বা দেশে ফেসবুকে পেইড ক্যামপেইন চালানো যেতে পারে। আমি মনে করি এটা হবে খুবই ফলপ্রসু।
মানুষ খুঁজে খুঁজে এখন আর সংবাদ পড়েনা। চোখের সামনে যা পড়ে তা যদি আকর্ষণীয় হয় তবে হয়তো পড়ে। তাই ভাবছিলাম যদি কেউ এ বিষয়টা ভেবে দেখতো।
আর আপনি কি পারবেন ইসলামকে পঁচাতে ? মৌলবাদি + জঙ্গিদের দুই একটা থ্রেট যদি কামাতে পারেন তাহলে আমেরিকা - জার্মানী আপনাকে কাছে টানবে ।
ব্লগার হবার স্বার্থকতা এখানেই।
যদি আসলেই কিছু করতে চান তাহলে ফিজিকালি চলে আসুন । তারেকের মত হাম তাম করে কিছুই করতে পারবেন না । উল্টো দেশে থাকা আপনজনদের বিপদে ফেলবেন।
এমন কোন প্রতিবাদমূলক সমাবেশে যাবেন না যেটা দেশে আপনার আপনজনের জন্য ঝামেলা বয়ে আনতে পারে।
মন্তব্য করতে লগইন করুন