আসেন শোকবার্তা লিখি!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ মে, ২০১৬, ০৯:৪৪:১১ রাত
এ জঘণ্য অন্যায়ের প্রতিবাদে যাদের বুলন্দ তাকবীরে বাংলার আকাশ-বাতাশ প্রকম্পিত হবার কথা ছিল। তারা এখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ফেসবুকে শোকবার্তা লিখে।
" নিজামীর শাহাদাৎ পরিবর্তনের সূচনা করবে"
" এ অবিচার আল্লাহ্ সইবেনা"
"হাসিনাকে একদিন এর মাসুল দিতে হবে"
"বুক ফেটে যায়!"
"ঘুমাতে পারছিনা"
হা: হা:! আপনার দেখছেন বিপ্লবের স্বপ্ন! আল্লাহ্র কি এমন গরজ পড়েছে যে আপনাদের হাতেই ইসলামকে বিজয়ী করবেন? ইসলামকে বিজয়ি করতে হলে লড়াই করে টিকে থাকার শপথ নিন।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টিকে থাকাটাই চরম স্বার্থকতা নয়, অতিকায় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, তেলাপোকা টিকে আছে।
টিকে থাকাটাই চরম স্বার্থকতা নয়, অতিকায় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, তেলাপোকা টিকে আছে।
বুকে হাত রেখে বলেন তো, এই স্ট্যাটাস টা পোস্ট করা ছাড়া কতজন লোককে আন্দোলনে শামিল হওয়ার জন্য বলেছেন?
আন্দোলন কি খুবই কম হয়েছে?
ধৈর্য্য ধরা আর কচ্ছপের মত খোলসের ভেতর মাথা ডুকিয়ে মার খাওয়া কি এক জিনিস?
মন্তব্য করতে লগইন করুন