সৌদি আরবে সেটেল্ড হতে চাই। কি ধরণের প্রস্তুতি নিতে হবে?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৯ এপ্রিল, ২০১৬, ০৮:১১:০৫ রাত
সৌদি আরবে বিদেশীরা চাকুরী নিয়ে আসতে পারবে এবং পারমেনেন্ট রেসিডেন্সি পাবে এমন খবরে আমার অনেক দিনের একটা আবছা স্বপ্ন বেশ মাথা ছাড়া দিয়ে উঠেছে। অবসর জীবনটা মক্কা-মদিনায় কাটানোটা আমার কাছে স্বপ্নের মত।তাই আমি চাচ্ছি আগামী ৬/৭ বছর পর মক্কা-মদিনায় একটা ছোটখাট চাকুরী নিয়ে পরিবার সহ সেখানে থিতু হওয়া ,সেখানেই রিটায়ারমেন্টে যাওয়া এবং জীবনের বাকীটা সময় সেখানেই কাটিয়ে দেয়া। জানিনা এটা কতটুকু বাস্তব এবং কি ধরনের প্রস্তুতি নিতে হবে।
উল্লেখ্য আমি বর্তমানে নিউইয়র্কে একটা ব্যংকে টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করছি।
সৌদি আরবে যারা আছেন বা ভাল আইডিয়া আছে দয়া করে আপনার সাজেশন জানাবেন যাতে প্রস্তুতি নেয়া শুরু করতে পারি।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
তো আপনার এপার্টমেন্টের পাশে আমার জন্য ও একটা দেখবেন!!! বর্তমানে বিদেশীরা মনে হয় সেখানে এপার্টমেন্ট কিনতে পারেন না। আমি নিশ্চিত নয়
দেখা যাক।
আমার জানা নেই।
মন্তব্য করতে লগইন করুন