রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ নভেম্বর, ২০১৫, ০১:১৪:২৭ রাত

যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটলো। তুরস্কের ফ্যালকন-১৬ ভূপাতিত করেছে রাশিয়ার সর্বাধুনিক বিমান সুখুই-২৪। ভূপাতিত বিমানের পাইলটকে হত্যা করেছে মিলিশিয়ারা।তুরস্কের বিশেষ অনুরুধে এই মুহুর্তে ন্যাটোর জরুরী বৈঠক চলছে।

সিরায়ান সিমান্তে রাশিয়ার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে।

রাশিয়ার সামরিক পাল্টা প্রতিক্রিয়া সবকিছুই ওলট-পালট করে দিতে পারে। আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351311
২৫ নভেম্বর ২০১৫ রাত ০১:৩৩
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এই মাত্র দেখলাম,
ফ্রী সিরিয়ান আর্মী আরেকটো রাশিয়ান কপটার ভূপাতিত করেছে!!

http://www.valuewalk.com/2015/11/russian-helicopter-shot-down-syria/
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:১২
291630
অপি বাইদান লিখেছেন : এটা আল্লার ফেরেস্তারাই করেছে। বলেন সুভানাল্যা।
351314
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:১১
অপি বাইদান লিখেছেন : "রাশিয়ার সামরিক পাল্টা প্রতিক্রিয়া সবকিছুই ওলট-পালট করে দিতে পারে। আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন।"

রক্ষা করার ক্ষমতা আল্লা আদৌ আদ আছে কি? থাকলে কি হজ্জে মাঠে আল্লার পেয়ারা মুমিনরা পিপিলিকার মত মরে??
351315
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:২৭
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : অপি বাইদান। ব্লগে দূর্গন্ধ ছড়ানোর জন্য আপনি আমার এলাকায় ব্লকড।
351317
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
351323
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫০
কাহাফ লিখেছেন : আমিন ছুম্মা আমিন!
351334
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৩৬
আনিসুর রহমান লিখেছেন : Very dangerious situation. Russa in Tark mean Russa in Europe/America. I think need quick solution otherwise digester infront of us
351337
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৭:০৮
আনিসুর রহমান লিখেছেন : Obama the present of United state of America said, Tark has rights to protect his land
351349
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৩১
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : ৩য় বিশ্বযুদ্ধ শুরু।
351358
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৯:০৪
হতভাগা লিখেছেন : যুদ্ধ লাগুক , ভালই হবে ।
১০
351402
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০১
দ্য স্লেভ লিখেছেন : একদিকে রাশিয়া,চীন...অন্যদিকে ই.ইউ এবং আমেরিকার সাথে তুরষ্ক। তবে অর্থনৈতিক কারনে রাশিয়া যুদ্ধে জড়াবে কিনা সন্দেহ আছে। চীন যেই চালাক, নিজে অগ্রসর হবে,এমনটাও ভাবা যায় না।
১১
351405
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৯
নূর আল আমিন লিখেছেন : আউলা জাউলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File