রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ নভেম্বর, ২০১৫, ০১:১৪:২৭ রাত
যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটলো। তুরস্কের ফ্যালকন-১৬ ভূপাতিত করেছে রাশিয়ার সর্বাধুনিক বিমান সুখুই-২৪। ভূপাতিত বিমানের পাইলটকে হত্যা করেছে মিলিশিয়ারা।তুরস্কের বিশেষ অনুরুধে এই মুহুর্তে ন্যাটোর জরুরী বৈঠক চলছে।
সিরায়ান সিমান্তে রাশিয়ার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে।
রাশিয়ার সামরিক পাল্টা প্রতিক্রিয়া সবকিছুই ওলট-পালট করে দিতে পারে। আল্লাহ্ আমাদের রক্ষা করুন।
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফ্রী সিরিয়ান আর্মী আরেকটো রাশিয়ান কপটার ভূপাতিত করেছে!!
http://www.valuewalk.com/2015/11/russian-helicopter-shot-down-syria/
রক্ষা করার ক্ষমতা আল্লা আদৌ আদ আছে কি? থাকলে কি হজ্জে মাঠে আল্লার পেয়ারা মুমিনরা পিপিলিকার মত মরে??
মন্তব্য করতে লগইন করুন