পিল-খানা হত্যাকান্ডের সুফল বেশ ভালভাবেই পেতে শুরু করেছে ওরা!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৬ জানুয়ারি, ২০১৫, ০৬:২৭:৫০ সকাল
আওয়ামি মন্ত্রী বল্লেন পায়ে গুলি কাজ না হলে বুকে গুলি করা হবে। সেই হুকুম তামিলের ঘোষণা দিল বি জি বি প্রধান। পিল-খানা হত্যাকান্ডের সুফল বেশ ভালভাবেই পেতে শুরু করেছে ওরা ! আর্মীতে চ্যালেন্জ করার কেউ নাই।পিল-খানা হত্যাকান্ডের সূত্রে বি ডি আর আজ প্রাইভেট দারোয়ান বাহিনী। পুলিশে আর কাজ হচ্ছেনা। তাই যে বন্দুকের নল সীমান্তের ওপারের দিকে তাক করে থাকার কথা ছিল তা আজ দেশের ভেতরে নিজ নাগরিকদের কলিজা বরাবর তাক করেছে ওরা।
ভবিষ্যৎ কোন দিকে যাবে ঠিক আন্দাজ করা কঠীন। তবে একটি বিষয় নিশ্চিত। মুক্তিকামী মানুষকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি। এটা অসম্ভব!
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে পরে লাথি খাওয়ার ভয় আছে সেটা মনে থাকেনা।
তবে পরে লাথি খাওয়ার ভয় আছে সেটা মনে থাকেনা।রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিমান্তে পাল্টা গুলি খাওয়ার ভয় আছে। নিরিহ জনগনকে মারতে সেই ভয় নাই!
তবে পরে লাথি খাওয়ার ভয় আছে সেটা মনে থাকেনা।" - সহমত
মন্তব্য করতে লগইন করুন