ওদের উপর আল্লাহ্‌র গজব পড়ুক

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:২০:৪৭ সকাল

কোরবানী এবং মোহাম্মদ (স) সম্পর্কে অত্যন্ত বাজে মন্তব্য করে লতিফ সিদ্দিকী আসলে আলোচনায় আসতে চেয়েছে। কেউ যে তার কেশাগ্র ও ষ্পর্শ করতে পারবেনা তা সে জানে। এখন শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে যদি বলে "লতিফ সিদ্দিকীর দায়ীত্ব আমি নিলাম " তাতে অবাক হওয়ার কিছু আছে? হাসিনাকে কি আমরা জয়নাল হাজারী বা শামীম ওসমানের দায়ীত্ব নিতে দেখিনি?

তবে লতিফ সিদ্দিকীর এমন ধৃষ্টতায় আমি অবাক হইনি! ঐ দলটার আগা-গোড়াই নষ্ট এবং কম বেশি অনেকেই এমন ধারণা পোষণ করে। লতিফ সিদ্দিকীর মত এতটা সাহস দেখাতে পারিনি, এই যা!

অন্য কোন মুসলিম দেশ হলে এমন মন্তব্যের পর শুধু লতিফ সিদ্দিকী কেন তার গডমাদারকে সহ শায়েষ্তা করা হত। বাংলাদেশের মানুষের (আমি সহ)প্রতি আমি আস্হা হারিয়ে ফেলেছি। তাই ওদের গায়ে টোকাটো দিবে এমনটা আশা করিনা। শুধু কামনা করছি "ওদের উপর আল্লাহ্‌র গজব পড়ুক "

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270140
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : শুধু কামনা করছি "ওদের উপর আল্লাহ্‌র গজব পড়ুক "

না এভাবে আল্লাহর গজব পড়েনা। আমার আপনার ষোল কোটি হাতকে নিতম্বে বন্ধী রেখে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর গজবের জন্য দোয়া করলে সে দোয়া কোনদিন কবুল হয়না।

এভাবে আল্লাহর গজব প্রত্যাশা করলে আল্লাহ রাগান্তিত হন। কেননা তিনি এসবের প্রতিকার করার জন্য যথেষ্ট ইমানদার বনী আদম বাংলাদেশে জন্ম দিয়েছেন। তাদের হাত গুলো শুধু দোয়ার জন্য বানানো হয়নি, দাওয়াও দিতে হবে। অসৎ কাজ প্রতিরোধে বাংলাদেশ মুসলমান অলস বলেই, দেশে এত্ত বড় বড় বেয়াদবের জন্ম হচ্ছে।

আল্লাহ আমাদের কে গজব না দিয়ে এতদিন যে বাচিয়ে রেখেছেন সেটার জন্য কৃতজ্ঞতা জানানো উচিত। অনেক ধন্যবাদ
270152
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File