জিয়ো পাকিস্তান! এতেই হিট!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৫:০৪ সকাল

পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন বুকে ধরে তিনি "জিয়ো পাকিস্তান" বলে ৭ মার্চের ভাষণ শেষ করেছেন, এটা নতুন কোন কথা নয়। নতুন কথা হল এ কে খন্দকারের "১৯৭১: ভেতরে বাইরে" বইটির ২য় সংস্করণ ও শেষ! ৪০০-৫০০ টাকায় পর্যন্ত বইটি বিক্রি হচ্ছে। মানুষ নীলক্ষেতে লাইন ধরে কিনছে!

খন্দকার সাহেব আহামরি কি লিখেছেন জানিনা। তবে এটা আওয়ালীগের প্রতি মানুষের ঘৃণার একটা প্রকাশ এটা নিশ্চিত!

নীচের লিন্ক থেকে বইটি ডাউনলোড করে নিন। পয়সা লাগবেনা।

১৯৭১: ভেতরে বাইরে

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263150
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪০
কাহাফ লিখেছেন : আওয়ামী বিরোধী শক্তির প্রচারণাও বইটি হিট হতে সাহায্য করছে।কথাগুলো পুরান হলেও নতুন মুখ থেকে বের হচ্ছে বলে এতো প্রসার।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫২
206778
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : একমত। তবে শেখ সাহেবের জিয়ো পাকিস্তান কথাটা অনেকে জানতেন না! এবার অনেকেই জানবে। জানিয়ে ছাড়া উচিত।
263174
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
হতভাগা লিখেছেন : এই বার লাফালাফি বন্ধ করেন

উনি সংশোধন করেছেন

http://www.amardeshonline.com/pages/details/2014/09/09/255667
263207
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বই এর দাম ৪০০ টাকা ১৫% রয়ালটি হলে প্রতি বই তে ৬০ টাকা। অর্থাত ১০০০ বিক্রি হলেই ৬০০০০ টাকা!
ইনকাম ট্যাক্স দিয়েছেন কিনা এখন এই নিয়াও সংসদে প্রশ্ন উঠতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File