জিয়ো পাকিস্তান! এতেই হিট!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৫:০৪ সকাল
পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন বুকে ধরে তিনি "জিয়ো পাকিস্তান" বলে ৭ মার্চের ভাষণ শেষ করেছেন, এটা নতুন কোন কথা নয়। নতুন কথা হল এ কে খন্দকারের "১৯৭১: ভেতরে বাইরে" বইটির ২য় সংস্করণ ও শেষ! ৪০০-৫০০ টাকায় পর্যন্ত বইটি বিক্রি হচ্ছে। মানুষ নীলক্ষেতে লাইন ধরে কিনছে!
খন্দকার সাহেব আহামরি কি লিখেছেন জানিনা। তবে এটা আওয়ালীগের প্রতি মানুষের ঘৃণার একটা প্রকাশ এটা নিশ্চিত!
নীচের লিন্ক থেকে বইটি ডাউনলোড করে নিন। পয়সা লাগবেনা।
১৯৭১: ভেতরে বাইরে
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি সংশোধন করেছেন
http://www.amardeshonline.com/pages/details/2014/09/09/255667
ইনকাম ট্যাক্স দিয়েছেন কিনা এখন এই নিয়াও সংসদে প্রশ্ন উঠতে পারে।
মন্তব্য করতে লগইন করুন