হেরে যাওয়ার আগে ঈসরাঈল উম্মাদের মত আচরণ করছে!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ জুলাই, ২০১৪, ০৮:২১:৪০ সকাল
হামাস কমান্ডোদের ঈসরাঈলের অভ্যন্তরে বিহাইন্ড এনিমি লাইন" অপারেশন ঈসরাঈলের কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে। গাজা ধুলায় মিশে গেলে ও এ যুদ্ধে ঈসরাঈলের জয় অসম্ভব! তাই অস্ত্র-বিরতিতে রাজী হবার আগে যতটা সম্ভব জিঘাংষা মেটাতে হামলে পড়েছে ঐ জারজ রাষ্ট্রটি। আজ একদিনে ফিলিস্তিনের ১২৮ জনকে হত্যা করেছে। গাজার একমাত্র পাওয়ার প্নানটি উড়িয়ে দিয়েছে। ধ্বংস করেছে একমাত্র স্যাটেলাইট টিভি চ্যানেল টি ও।
ঈসরাঈলের পক্ষে আর এ যুদ্ধ চালিয়ে নেয়া সম্ভব নয়। হামাসের কল্পনাতীত প্রতিরোধ, বিশ্বব্যাপি এবং নিজ দেশেই যুদ্ধের বিরুদ্ধে জনমত ব্যাপকভাবে ক্ষেপে উঠেছে। মনে হয় খুব সহসাই একটা অস্ত্র-বিরতি দেখবো। তবে হামাস যদি আরো কিছুদিন ইসারাঈলকে ফাঁদে আটকে রাখতে পারে তবে নিকট ভবিষ্যতে ঐ জারজ-রাষ্ট্রটি যখন-তখন আক্রমণ আক্রমণ করার সাহস পাবেনা।
অবশ্য ইতোমধ্যেই যে শিক্ষা ঈসরাঈলের হয়েছে সে ক্ষত বছরের পর ভোগাবে।
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন