মাইরের উপর ওষুধ নাই! নেতানিয়াহুর অবস্হা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২১ জুলাই, ২০১৪, ০৯:০৫:২৬ সকাল



একটু আগে ঈসরাঈলের রাষ্ট্রীয় টিভিতে দেয়া নেতানিয়াহুর ভাষণ দেখলাম। তাকে ভীষণ ক্লান্ত আর বিপর্যস্ত দেখাচ্ছিল। ২ দিনেই যেন তার বয়স ৫ বছর বেড়ে গেছে। চোখের নীচের চামড়া ঝুলে গেছে। আসলেই মাইরের উপর ওষুধ নাই!

৩ দিনের গ্রাউন্ড অপারেশনে ঈসরাঈলের ৩২ সেনা নিহত, ৬ মারাকাভা ট্যাংক ধ্বংস। এটা মোটা দাগের হিসাব। অন্যান্য সামরিক যান এবং হাত-পা হারানো সেনাদের সংখ্যা ও বেশ! তার উপর আজ শাউল আরোন নামের এক সেনা আটক হয়েছে ইজ্জেদিন-আল-কাসাম ব্রিগেডের হাতে। এই সেনা আটকের ঘটনায় যুদ্ধের মধ্যে ও গাজায় যেন ঈদ নেমে এসেছিল। এই ১ সৈন্যকে দিয়ে অনেক দর কষাকষি কর যাবে, যেমন কয়েক বছর আগে এক বন্দী ঈসরাঈলী সেনার মুক্তির বিনিময়ে ফিলিস্তিনীরা ১০৫০ জন ফিলিস্তিনী বন্দীকে ঈসরাঈলী কারাগার থেকে মুক্ত করে এনেছিল।



ঈসরাঈলের অভ্যন্তরে ঢুকে হামাস কমান্ডো অপারেশন চালিয়েছে সেটা ঈসরাঈলকে ভীষণ ভরকে দিয়েছে। যে একজন হামাস যোদ্ধা শহীদ হয়েছে তাঁর কাছে পাওয়া গেছে হ্যান্ডকাপ। ধারণা করা হচ্ছে হামাস এখন ঈসরাঈলী সেনাদের আটক করেতে বিশেষ মনোযোগ দিচ্ছে। ঈসরাঈল মরিয়া হয়ে সর্বশক্তি দিয়ে বেপোরোয়া গোলা বর্ষণ করে নারী-শিশু হত্যা করে যাচ্ছে। কিন্তু হামাস বা অন্যান্য সামরিক গ্রুপগুলুর বিশেষ ক্ষতি করতে পারছেনা। ৩ দিনে গাজার ১ হাত যায়গা ও ইসরাঈল দখল করতে পারেনি। গাজা থেকে রকেট নিক্ষেপ বন্ধ তো হয়নি! বরং আরো বেড়েছে। ঈসরাঈল আসলে গাজায় চোরা-বালিতে আটকে গেছে। এখন অপমানের বোঝা মথায় নিয়ে লেজ গুটানো ছাড়া গত্যান্তর আছে বলে মনে হয়না। বিশেষ করে ঈসরাঈলের পশ্চিমা বন্ধুরা যেভাবে যুদ্ধ-বিরতির জন্য লাফ-ঝাঁপ শুরু করেছে তা দেখার মত।



গাজা যুদ্ধের অন্যতম লক্ষ্য হামাসকে অকেজো করে ফেলা যে সফল হবেনা তা পরিস্কার। তাহলেই ঈসরাঈলের পরাজয় বলে বিবেচিত হবে। নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে।

হামাস যেভাবে অনড় থেকে ঈসরাঈলকে ঘরের ভেতর ডেকে এনে মার শুরু করেছে তাতে মনে হচ্ছে হামাস হুট করে যুদ্ধ বিরতি মানবেনা। অন্তত: আগামী বছর পাঁচেক মাইরের ঘা যেন ঈসরাঈলের পিঠ থেকে না শুকায়।

২০০৬ সালে হিযবুল্লাহ্‌র হাতে যে ধোলায় খেয়েছে তা এখনো ঐ জারজ রাষ্ট্রটিকে ভুতের মত তাড়া করে। সেই থেকে আজ পর্যন্ত লেবাননের দিকে হাত বাড়ানোর সাহস করেনি। গাজা থেকে সেই শিক্ষা নিয়ে যাবে এবার শয়তানগুলু।

বিষয়: বিবিধ

১৭৪১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246632
২১ জুলাই ২০১৪ সকাল ০৯:৪১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আরব রাজা-বাদশা, শেখ-খলিফারা হিসেব করছেন রাজনীতি । হামাসের সাথে ইখওয়ানের ঘনিষ্টতার সূত্রধরে মুসলিম জাহানের অচিন্তনীয় নীরবতা দূঃখজনক ।
মাঝে মাঝে এসব দেখে মাথা বিগড়ে যায় ! মনেহয়, এসব অসহায় নারী-শিশুদের আর্তচিৎকারই অধিকাংশ চুপসে থাকা মুসলমানের দোজখের ইন্দনের কারন হবে ! আল্লাহই জানেন ।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
191587
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : "মাঝে-মাঝে মনে হয় রক্তই সমাধান
বারুদই অন্তিম তৃপ্তি
আমি তখন স্বপ্নের ভেতর
জিহাদ-জিহাদ বলে জেগে উঠি" আল-মাহ্‌মুদ
246635
২১ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৮
গ্যাঞ্জাম খান লিখেছেন : ইয়াহুদীরা হচ্ছে মোনাফিক জাতি। আর যারা মোনাফিকিতে নিয়োজিত থাকে তারা সব সময় ভীরু হয়। এতোদিন মুসলিম নেতা কেতাদের ঘুম পাড়িয়ে মুসলমানদের উপর গনহত্যা চালিয়েছে বিনা বাধায়। কিন্তু হামাসের কাছে যখন মার খাওয়া শুরু করেছে তখন রাম ছাগলের মত ভ্যাঁ ভ্যাঁ শুরু করেছে।
আপনের শিরোনাম যথার্থ অইছে রে ভাই!!!
আসলেই মাইরের উপর ওষুধ নেই। যারা পরকালের পুরুস্কারের আশায় জীবনবাজি রেখে লড়াই করে তাদেরকে ঠেকাইবো কিডা? ইয়াহুদীরা জীবনবাজি রেখে লড়াই করার সাহস কুনো দিন দেখলুম না। এরা আমামী লীগের মত নিরাপত্বা বেস্টনীতে থেকে লড়াই করতে শিখেছে।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
191588
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : মারাত্মকভাবে একমত
246644
২১ জুলাই ২০১৪ সকাল ১০:৫৩
বেআক্কেল লিখেছেন : তিনি কইছেন, ইহুদী আর মুশরিক মৃত্যু ভয়ে সদা পেরেশান থাকে। মৃত্যুর সম্ভাবনা আছে এমন জায়গায় না যাইয়া, বোমা পাঠায়। সামনা সামনি লড়তে ভয় পায়। এখন তো দেকা যাইতাছে তারা তাদের নেতার গুহ্যদ্বারের গুহায় পা দিয়াছে। দুদিকেই জালা।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
191589
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বেআক্কেল হলে ও কথাখান বলেছেন ১০০% আক্কেল খাটিয়ে। আপনার নিক চেন্জ করেন। তবে আকীকা দেয়া লাগবো কিন্তু!
246654
২১ জুলাই ২০১৪ সকাল ১১:৩৬
ইমরান ভাই লিখেছেন : মাইরদেওয়া খুব জরুরী দারুন হইছে আল্লাহ ওদের হেল্প করুন।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
191590
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : রাম ধোলায় হয়েছে। এখন সামনে আগ বাড়াতে ভয় পাচ্ছে। যুদ্ধবিরতির জন্য উঠে-পড়ে লেগেছে।
246674
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
191591
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনাকে ও । এত চোট কমেন্ট কেন? দুষ্ট পোলা কোথাকার!
246686
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করুণ। পৃথিবীর সব দেশেই ব্যক্তিগত জীবনে ইসলামকে অনুসরনে অনভ্যস্ত নেতাগুলো মুসলমানদের চরম শত্রু। মেরুদন্ডহীন এসব নেতা ইয়াহুদ থেকেও খারাপ। ধন্যবাদ।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
191592
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : মেরুদন্ডহীন ঐ নেতাগুলাই ইহুদীদের মেরুদন্ড। মেরুদন্ডই আগে ভেন্গে দেয়া উচিৎ। কি বলেন?
246696
২১ জুলাই ২০১৪ দুপুর ০২:০২
আমি মুসাফির লিখেছেন : আরে ভাই এখন তো কোন ফেরকা মেরকা দেখার দরকার নেই সবাই আমরা মুসলমান সকলে মিলে এই ইহুদী কাফেরদেরকে প্রতিরোধ করতে হবে তাহলে এদের শিক্ষা হবে। হামাস যা করছে এটা আমাদের সকলের কাজ। সবাই অন্তত দোয়া করেন আল্লাহ যেন হামাস বীরদেকে সহায়তা করেন।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
191593
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আল্লাহ্‌ সাহায্য করছেন এবং করবেন। কিন্তু আমরা তা বুঝতে পারিনা এবং অল্পতেই অধৈর্য হয়ে পড়ি।
246851
২১ জুলাই ২০১৪ রাত ০৮:৪২
হতভাগা লিখেছেন : খবরটা সত্য হলে তো তা খুশির খবরই । কৈ পান এই খবর ?

আজকেও ১৭ মিনিটে ২ টা পোস্ট !
২১ জুলাই ২০১৪ রাত ১১:১৭
191707
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আহ্হারে হতভাগা!

সারাদিন ব্লগে বসার সময় পাইনা। যখন সময় পাই একসাথে একাধিক পোষ্ট দিতেই পারি , নাকি?তাই বলে এত্ত আপত্তি!

আশা করি অহেতুক পোষ্ট দিয়ে ফ্লাডিং করছিনা।

খবর বিভিন্ন বিশ্বাসযোগ্য মিডিয়া থেকে পাই। একতরফা সোর্স থেকে নয়। খেয়াল করেছেন কিনা জানিনা, খবরগুলু এমনকি ঈসরাঈল ও স্বীকার করছে। ওরা বলছে এই পর্যন্ত ২৩ জন সেনা মারা গেছে। হামাস বলছে ৩২ জন। এক জন অপহৃত হয়েছে সে কথা ও সবখানে এসেছে। তাহলে আপনার সন্দেহ লাগার কারণ কি?
২২ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৩
191811
হতভাগা লিখেছেন : বিশ্বাসযোগ্য সেই মিডিয়ার লিংকটা তো দেন , আমরাও দেখে মনটা জুড়াই !

একসাথে একাধিক পোস্ট আমিও তো দিতে চাই , কিন্তু দুই ঘন্টার আগে ক্লিয়ারেন্স পাই না যে ! আপনি পান কিভাবে ?

এই একই প্রশ্ন গতবারও এড়িয়ে গেছেন । যত বারই এড়ান তত বারই বিষয়টা নিশ্চিত থেকে নিশ্চিততর হতে থাকে যে আপনিই ওয়ান অফ দ্যা মডুস ।

মডু হওয়া মোটেই দোষের কিছু না । কিন্তু যখনই ''কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?'' এই ধরনের পোস্ট দেন মডু হয়েও তখনই খারাপ লাগে , আমাদের কাছে কেন এই প্রশ্ন রাখছেন ? এদেরকে তো আপনারাই খুব সহজেই ব্যান করে দিতে পারেন । করছেন না কেন ?

এখানেই লুকিয়ে আছে আসল থিম , যা আমি আপনার ঐ পোস্টেই বলেছিলাম ।

ব্লগকে হিট করার জন্য ইসলামবিদ্বেষী কথাবার্তা চালু করিয়ে দিয়ে আপনারা কি খুব নেকী হাসিল করছেন ? একটুও কি চিন্তা করছেন না যে এসব মজা করার ঘটনা একদিন আপনাকে , আমাদের সবাইকে ঘিরে ধরবে ?
246984
২২ জুলাই ২০১৪ রাত ০১:৪৪
শেখের পোলা লিখেছেন : পশ্চিমাদের মানবাধিকার এবার জেগে উঠবে৷
২২ জুলাই ২০১৪ রাত ০২:০০
191755
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : মানবাধিকারচেতনা এখন একেবারে টনটনা। বিশেষ করে গত রোবার প্রচন্ড মার খাবার পর।
১০
246991
২২ জুলাই ২০১৪ রাত ০২:০১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : প্রবাসী মজুমদার লিখেছেন : আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করুণ। পৃথিবীর সব দেশেই ব্যক্তিগত জীবনে ইসলামকে অনুসরনে অনভ্যস্ত নেতাগুলো মুসলমানদের চরম শত্রু। মেরুদন্ডহীন এসব নেতা ইয়াহুদ থেকেও খারাপ। ধন্যবাদ।
ইনশা-আল্লাহ ফিলিস্তিনীর বিজয় সুনিশ্চিত হবে! আল্লাহ যেন তাই করেন! আমিন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File