কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জুলাই, ২০১৪, ০৯:৩৬:৫৪ রাত

ব্লগের সুন্দর পরিবেশ নষ্টকারী কিছু ব্লগারকে সব সময় কেন যেন আস্কারা দিয়ে পোষা হয়। "হুরপরি", "রুপবান" সাম্প্রতিক "গ্রামের পথে পথে" সব একই শয়তানের নিক বলে মনে করি। অসভ্য এবং অশ্রাব্য ভাষায় ইসলাম, আল্লাহ্‌, কোরআন, রাসূল (স) কে গালাগালি করাই তার পোষ্ট এবং কমেন্টের মূল উদ্দেশ্য।

প্রশ্ন হলো ব্লগ কতৃপক্ষ আন্তরিক হলে ঐ ব্লগারের আই পি ব্যান করতে পারেনা? এটা ১ মিনিটের একটা কাজ।

এতে বার বার শয়তানটা ভিন্ন নামে আসতে পারবেনা।

আস্কারা দিলে পাপের ভার ব্লগ কতৃপক্ষকে বহন করতে হবে।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245836
১৮ জুলাই ২০১৪ রাত ১০:১১
চিরবিদ্রোহী লিখেছেন : Thinking? Thinking? Thinking? Thinking?
১৮ জুলাই ২০১৪ রাত ১০:২৭
190902
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : চিন্তা কইর‍্যা কি ভুঝলেন জানায়্যেন কিন্তু!
১৮ জুলাই ২০১৪ রাত ১১:২৭
190925
চিরবিদ্রোহী লিখেছেন : বইলা কোন লাভ হইলো কিনা তাই চিন্তা করি, মাগার কোন সদুত্তর খুইজা পাইলাম না।
245843
১৮ জুলাই ২০১৪ রাত ১০:২৩
অয়ন খান লিখেছেন : আমাদের দেশ একটা পিকিউলিয়ার জায়গা, যেখানে সংখ্যাগরিষ্ঠরাই নিপীড়িত। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, এমন কথা প্রকাশেরই নিন্দা করি আমরা। আর এটা তো সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমি প্রস্তাব করি, এই বিতর্কিত ব্লগারের ব্লগগুলোতে বাড়াবাড়ি বাজে কথার লাইনগুলো ব্লক করে দেয়া হোক।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:২৮
190903
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওরে চৌদ্দগুষ্টি সহ ব্যান করা হোক। শুয়োরের যায়গা এইটা না। খোঁয়াড়!
245845
১৮ জুলাই ২০১৪ রাত ১০:২৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : করা হোক।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:২৯
190904
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আরেকটু গলা ছেড়ে বলেন, "করা হোক"
245846
১৮ জুলাই ২০১৪ রাত ১০:২৪
হতভাগা লিখেছেন : এরা মডুদের খাস খেলোয়ার । ব্লগকে হিট করার জন্য এদেরকে মাঠে নামানো হয়েছে । এটা আমার চেয়ে আপনার ভালো জানার কথা , কারণ আপনি মাত্র ৬ মিনিটে দুইটা পোস্ট দিছেন । ব্লগারের বেশে আপনিই ওয়ান অফ দ্যা মডুস - এটা কনফার্ম ।

সেজন্য এই পোস্টটিও দিছেন মজা নিতে । অনেক নাস্তিকবিরোধী ব্লগার আসবে আপনার পোস্টে এসব ব্লগারদের নিয়ে কঠিন কঠিন সব কথা বলতে । ফলে আপনার পোস্টে কমেন্টের ধুম পড়ে যাবে ।

আপনিও তো এটাই চান । মনে মনে খুশি হবেন যে এই ব্লগের ব্লগার গুলো কত বোকা !
১৮ জুলাই ২০১৪ রাত ১০:৩৪
190907
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনার চোখ এবং বুদ্ধি দুটাই বেশ। ৬ মিনিটে ২ টা পোষ্ট আপনার চোখ এড়ায়নি। কিন্তু আমি যদি একজন মডু হতাম প্রধান মডুকে ঝেটিয়ে বিদায় করতাম । এই রমজানের দিনে বাটপারি করার লোক আমি না। বেশ কিছু ব্লগার আমাকে ব্যাক্তিগতভাবে ও চিনেন।

ও হ্যাঁ ! ৬ মিনিটে ২ টা পোষ্ট দেয়া যাবেনা এমন তো কোন কথা নাই! টেকনিক্যালি একটু সমস্যা আছে বৈকি! সেটা পার হতে মডু হওয়া লাগেনা।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:৩৯
190909
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আরেকটা কথা "বিদেশের ব্লগাররা কি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?" লেখাটা মডুর পছণ্দ হয় নাই তাই প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে।ডাইরেক্ট সম্পাদকের বিরুদ্ধে গেল কিনা? পুরাই হাসিনা ষ্টাইল!
১৯ জুলাই ২০১৪ সকাল ১০:০১
190975
হতভাগা লিখেছেন : আমি ১ঘন্টা ৫৬ মিনিট পর আরেকটা পোস্ট দিতে গেলে আমাকে শো করা হয়েছে - আপনার একটি পোস্ট কিছুক্ষন আগে প্রকাশ হয়েছে , অনুগ্রহ করে ২ ঘন্টা অপেক্ষা করুন ।

আর আপনি বলছেন ৬ মিনিটে ২ টা পোস্ট দেওয়া যাবে না এমন কথা নেই - তাহলে আমি প্রায় ২ ঘন্টা হয়ে গেছে তবুও কেন ২য় পোস্ট টা দিতে পারলাম না ?

ব্লগের তো আরও ডাকসাইটে ব্লগার আছে তাদের তো এরকম মুহূর্তে মুহূর্তে পোস্ট দিতে দেখি না ! এক আপনাকে দেখেছি আরেক দেখেছি খুব সম্ভব ব্লগার বাকপ্রবাসকে । আপনি কিভাবে পারলেন ব্যাপারটা যেটা ম্যাক্সিমাম ব্লগারই পারে না ?

''আরেকটা কথা "বিদেশের ব্লগাররা কি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?" লেখাটা মডুর পছণ্দ হয় নাই তাই প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে।ডাইরেক্ট সম্পাদকের বিরুদ্ধে গেল কিনা? পুরাই হাসিনা ষ্টাইল! ''

০ এ কথা বলে তো আপনি আমার কনফার্ম বিষয়টা ওভার কনফার্ম করে দিলেন । এটা '' ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না '' -স্টাইল ।


এখন দেখানো যাবে না যে ৬ মিনিট পর পর আপনার দুইটা পোস্ট ছিল । কারণ মডুরা(!) সেটা সরিয়ে নিয়েছে এবং কাকতালীয় ভাবে আমার কমেন্ট করার পরপরই ! আমি ঘুমাতে যাবার আগে বার বার এটাই মনে করেছি যে , স্ক্রিন শট কেন যে দিলাম না , তাহলে একটা কনক্রিট প্রমান রাখা যেত !

''কিন্তু আমি যদি একজন মডু হতাম প্রধান মডুকে ঝেটিয়ে বিদায় করতাম ''

0 মডু হয়ে প্রধান মডুকে বিদায় করার হুমকি টা মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে বিদায় করে দেবার মত মনে হল ।

বেশী চালাক হওয়াটা কোন কোন সময় বোকামীর কারণ হয়ে যায় ।
245880
১৯ জুলাই ২০১৪ রাত ১২:৪০
কর্ণেল কুতাইবা লিখেছেন : কিছু ময়লা আবর্জনা সুন্দর পরিবেশটাকে দুষিত করে তুলে। আপনার সাথে একমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File