খলিফা বাগদাদী সাহেবকে নিয়ে দিন-দিন আমার সন্দেহ বৃদ্ধিই পাচ্ছে।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৬ জুলাই, ২০১৪, ০৮:৫৩:০০ সকাল



আই এস আই এল যেভাবে মার-মার কাট-কাট করে ইরাকের বিশাল অংশ দখল করে নিল এবং আগামি ৫ বছরের মধ্যে ইউরোপ দখলের পরিকল্পনা পেশ করলো তাতেই আমার কেমন যেন খটকা লেগেছিল। অবশ্য গত ক'দিন ধরে উনাদের খুব একটা খবর নেই।



সাম্প্রতিক ফিলিস্তিন-ঈসরাঈল সংঘাতে বাগদাদী সাহেবের যোদ্ধাদের ঈসরাঈকে একটা হুমকি পর্যন্ত দিতে দেখলাম না! অথচ তাদের হাতে স্কাড মিসাঈল পর্যন্ত আছে!



আই এস আই এল কে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র ইরাককে এফ-১৬ দিতে যেভাবে গড়িমসি করছিল তাতে সন্দেহ হবারই কথা। তাছাড়া ঈসরাঈল ও এ ব্যাপারে নিশ্চুপ। অথচ আই এস আই এল কে নিয়ে ঈসরাঈলকেই বেশি আতংকিত হবার কথা ছিল। পরে রাশিয়া থেকে তড়িঘড়ি করে সূখুই কিনতে হলে ইরাককে ।

আই এস আই এল থেকে কেমন যেন ঈসরাঈল-ই লাভবান হচ্ছে। আই এস আই এল কে উস্কে দিয়ে ইরাককে ৩ ভাগ করলে তেল সমৃদ্ধ কূর্দিস্তান থেকে নাম-মাত্র মূল্যে অনেক দিন তেল পাওয়া যাবে। এ ব্যাপারে কূর্দী নেতারা ঈসরাঈলের সাথে চুক্তি ও সেরে ফেলেছেন। আই এস আই এল এর সাথে ইরাক সরকারের সংঘাতের সুযোগে কূর্দীস্তানের সীমানা বাড়িয়ে নিয়েছেন কূর্দীরা । এরপর এই কূর্দীস্তানকে দিয়েই তুরস্ককে তুর্কি নাচানো যাবে!



যুদ্ধ-বন্দিদের এবং ভিন্ন মতের মানুষকে যেভাবে গলা কেটে, হাত পা বেঁধে মাথায় গুলি করা মারছে ওরা তা ইসলামের ধারে কাছে তো নয়ই, বরং সারা বিশ্বের মানূষের কাছে তুলে ধরছে ইসলাম কতটা বর্বর! ঐ সব হত্যাকান্ডের ভি ডি ও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে যেন বলছে এই দেখ আমরা কতরা বর্বর! ইসলাম কতটা বর্বর!



আসলেই সবকিছুই যেন কেমন অন্ধকার! চারদিকে দ্বিধা-সন্দেহ্‌ আর ধোঁকা!



বিষয়: বিবিধ

১৯৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245131
১৬ জুলাই ২০১৪ সকাল ০৯:১২
245134
১৬ জুলাই ২০১৪ সকাল ০৯:৫১
আবু জারীর লিখেছেন : grate game
245175
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
245272
১৬ জুলাই ২০১৪ রাত ০৯:১৫
হতভাগা লিখেছেন : এখন তো উনাদের খবর তেমন আসছে না । তাদের কাজ কি হয়ে গেছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File