ইসরাঈলী আগ্রাসন এবং মুসলমানদের প্রতিরোধ!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ জুলাই, ২০১৪, ০৭:১৪:১০ সকাল
নিয়মিত বিরতিতে ২- ৪ বছর পর-পরই শুরু হয় প্যালেষ্টাইনের উপর ইসরাঈলী আগ্রাস যেমনটা আবারো শুরু হয়েছে। কিছুতেই যেন এটা একটা ছক থেকে বের হতে পারছেনা।
সর্বাধূনিক ইসরাঈলী ফাইটারগুলু বেশ খোশ মেজাজেই ডিগবাজি খেয়ে খেয়ে যখন-যেখানে খুশি বোমা মেরে চলেছে। পাল্টা আক্রমনের কোন ভয় নেই! ওরা জানে ওদের কাফির বা ফ্যালকন-১৬ লক্ষ্য করে কোন সারফেইস টু এয়্যার মিসাঈল ছুটে আসবেনা।
ফিলিস্তিনি গ্রুপগুলুর হোম-মেইড কাতিউসা বা গ্রাদ কিইবা করতে পারে? পাছায় আগুন লাগিয়ে দেবার পর ওগুলুর যে আর কোন নিয়ন্ত্রণ থাকেনা। পাইপের ভেতর বারুদ ঠেসে দিয়ে বানানো টার্গেট-বিহীন রকেটগুলু মরুভূমি, জন্গলে বা খোলা মাঠে আছড়ে পড়ছে।কখনো বা আকাশে ঈসরাইলী আয়রণ ডোম বা এ্যারো ওগুলাকে ধবংস করে দিচ্ছে মাঝ-পথেই। রকেট গুলুর আঘাতে ঈসরাঈলের উল্লেখ করার মত কোন ক্ষতি করা মানে ঝড়ে বক মরার মত অবস্হা। তাই "ঈসরাঈল রকেটের ভয়ে সাইরেন বাজিয়েছে" এটাকে প্রাপ্তি ধরে ইরানের মত দেশগুলুর মিডিয়ার সংবাদ শিরোণাম হয়। হাস্যকর!
ইরান, তুরস্ক সহ অনেক মসুলমান(!) দেশ নিন্দা জানিয়েছে! প্রতিবারের মত ইরান বলেছে পরিণতি ভাল হবেনা। খারাপ যে কি হয়েছে এবং হবে তা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়। কিছুদিনের মধ্যে হয়তো জাতিসংঘে ও নিন্দা-প্রস্তাব উঠবে। কি লাভ এসব আনুষ্ঠানিকতার ! নাটকের !! ততক্ষণে ইসরাঈল রক্ত খেয়ে ঢেকুর তুলতে থাকবে। ডিপ্লিটেড ইউরিনিয়াম সমৃদ্ধ ট্যাংকের গোলা আর শ্বেত-ফসফরাসের স্মার্ট বোমাগুলু বাতাসে বিষ ছড়িয়ে দেবে যাতে পরবর্তি প্রজম্মের পন্গু আর প্রতিবন্ধি হয়ে জম্ম নেয়াটা আরো নিশ্চিত হয়।
ধিক্ মুসলমান, ধিক্।
বিষয়: বিবিধ
১৯২৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফসোস মুসলমানরা আজ তাদের নিজস্ব সকীয়তা হারিয়ে ফেলেছে যার ফলে আজ ইদুর বিড়ালের উপর আক্রমণ করছে বীর দর্পে। ধূর্ত শিয়াল বাঘের উপর হামলিয়ে পড়ছে নির্ভয়ে।
নহি মোরা জীব ভোগ বিলাসের,
শাহাদাত ছিল কাম্য যাদের,
ভীখারির সাজে খলিফা যাদের,
শাসন করিল আধা জাহান!
তারা আজ পড়ে ঘুমায়ে বেহুশ,
বাহিরে বহিছে ঝড় তুফান!
বাজেরে দামামা, বাধরে আমামা......।
মন্তব্য করতে লগইন করুন