ইসরাঈলী আগ্রাসন এবং মুসলমানদের প্রতিরোধ!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ জুলাই, ২০১৪, ০৭:১৪:১০ সকাল



নিয়মিত বিরতিতে ২- ৪ বছর পর-পরই শুরু হয় প্যালেষ্টাইনের উপর ইসরাঈলী আগ্রাস যেমনটা আবারো শুরু হয়েছে। কিছুতেই যেন এটা একটা ছক থেকে বের হতে পারছেনা।

সর্বাধূনিক ইসরাঈলী ফাইটারগুলু বেশ খোশ মেজাজেই ডিগবাজি খেয়ে খেয়ে যখন-যেখানে খুশি বোমা মেরে চলেছে। পাল্টা আক্রমনের কোন ভয় নেই! ওরা জানে ওদের কাফির বা ফ্যালকন-১৬ লক্ষ্য করে কোন সারফেইস টু এয়্যার মিসাঈল ছুটে আসবেনা।



ফিলিস্তিনি গ্রুপগুলুর হোম-মেইড কাতিউসা বা গ্রাদ কিইবা করতে পারে? পাছায় আগুন লাগিয়ে দেবার পর ওগুলুর যে আর কোন নিয়ন্ত্রণ থাকেনা। পাইপের ভেতর বারুদ ঠেসে দিয়ে বানানো টার্গেট-বিহীন রকেটগুলু মরুভূমি, জন্গলে বা খোলা মাঠে আছড়ে পড়ছে।কখনো বা আকাশে ঈসরাইলী আয়রণ ডোম বা এ্যারো ওগুলাকে ধবংস করে দিচ্ছে মাঝ-পথেই। রকেট গুলুর আঘাতে ঈসরাঈলের উল্লেখ করার মত কোন ক্ষতি করা মানে ঝড়ে বক মরার মত অবস্হা। তাই "ঈসরাঈল রকেটের ভয়ে সাইরেন বাজিয়েছে" এটাকে প্রাপ্তি ধরে ইরানের মত দেশগুলুর মিডিয়ার সংবাদ শিরোণাম হয়। হাস্যকর!

ইরান, তুরস্ক সহ অনেক মসুলমান(!) দেশ নিন্দা জানিয়েছে! প্রতিবারের মত ইরান বলেছে পরিণতি ভাল হবেনা। খারাপ যে কি হয়েছে এবং হবে তা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়। কিছুদিনের মধ্যে হয়তো জাতিসংঘে ও নিন্দা-প্রস্তাব উঠবে। কি লাভ এসব আনুষ্ঠানিকতার ! নাটকের !! ততক্ষণে ইসরাঈল রক্ত খেয়ে ঢেকুর তুলতে থাকবে। ডিপ্লিটেড ইউরিনিয়াম সমৃদ্ধ ট্যাংকের গোলা আর শ্বেত-ফসফরাসের স্মার্ট বোমাগুলু বাতাসে বিষ ছড়িয়ে দেবে যাতে পরবর্তি প্রজম্মের পন্গু আর প্রতিবন্ধি হয়ে জম্ম নেয়াটা আরো নিশ্চিত হয়।



ধিক্‌ মুসলমান, ধিক্‌।

বিষয়: বিবিধ

১৯২৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243080
০৯ জুলাই ২০১৪ সকাল ০৮:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : ধিক্‌ মুসলমান, ধিক্‌। শত ধিক।
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
188890
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ঐক্যবদ্ধ না হলে ভেড়ার পালের মত নেকড়েরা আমাদের ছিঁড়ে খাবে, এটাই স্বাভাবিক।
243092
০৯ জুলাই ২০১৪ সকাল ১০:৩২
আহমদ মুসা লিখেছেন :


আফসোস মুসলমানরা আজ তাদের নিজস্ব সকীয়তা হারিয়ে ফেলেছে যার ফলে আজ ইদুর বিড়ালের উপর আক্রমণ করছে বীর দর্পে। ধূর্ত শিয়াল বাঘের উপর হামলিয়ে পড়ছে নির্ভয়ে।
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
188891
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বলেছেন আহমদ মুসার মতই। ধন্যবাদ
243094
০৯ জুলাই ২০১৪ সকাল ১০:৩৪
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : কি আর বলব এই বিষয়ে?
243098
০৯ জুলাই ২০১৪ সকাল ১০:৫১
দ্য স্লেভ লিখেছেন : মুসলিম বিশ্বে কিছু দালাল কুত্তার বাচ্চা আছে। হামাসের উচিৎ তাদের পশ্চাত দেশে ওই বাশের চোঙে ভরা বারুদ পোড়ানো। যাদের কাছে মাল আছে,তারা টাল হয়ে পড়ে আছে। এক পাকিস্থান হুমকি দিলে ইসরাইল তার আব্বার কথা ভুলে যাবে। কিন্তু সেখানে বসে আছে শুওরের বাচ্চারা। মুসলিমের রক্তের বদলা নেওয়া দূরে থাক, খুনীদের পা চাটে্ ....আবার মুসলিম মারতে এদের জোশ একটুও কমেনা...
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
188892
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : তাছাড়া কেন ইরান থেকে বহন যোগ্য ক্ষেপণাস্ত্র গাজায় পাঠানো হচ্ছেনা। ফিলিস্তিনিরা ওগুলু ভালই ব্যাভার করতে পারে, গতবারের যুদ্ধে ২-৩ টা ফজর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হামাস তাতেই ইরানের সত্যিকার হা্ঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তা ছাড়া এ অবস্হায় হিযবুল্লাহ্‌ কি পারেনা লেবাননের সাইডে ইসরাঈলকে ব্যাস্ত রাখতে? ও দূ:খিত ঊনারাতো বাসারা-আল-আসাদের পাছা বাঁচাতে এখন সিরিয়াতে মুসলমানদের বিরুদ্ধেই লড়ছেন!
১০ জুলাই ২০১৪ রাত ১২:০৩
188929
দ্য স্লেভ লিখেছেন : কবে দেখেছেন যে, কাফিররা শিয়াদের গায়ে হাত দেয় ? যখনই সুন্নিরা হুমকি দেয়,অমনি শিয়ারা ফাক খুজে কিভাবে সুন্নিদের ঘায়েল করা যায়। ইরান ইসরাইলের জন্যে কবর খোড়ে,আর বলে এটা সেটা করব, কিন্তু করেনা....
243104
০৯ জুলাই ২০১৪ সকাল ১১:২৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মুসলমাদের এই চিত্রকে সামনে রেখে কবি নজরুল বলেছেন,
নহি মোরা জীব ভোগ বিলাসের,
শাহাদাত ছিল কাম্য যাদের,
ভীখারির সাজে খলিফা যাদের,
শাসন করিল আধা জাহান!
তারা আজ পড়ে ঘুমায়ে বেহুশ,
বাহিরে বহিছে ঝড় তুফান!


বাজেরে দামামা, বাধরে আমামা......।
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
188893
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : শীর উঁচু করি মুসলমান
243111
০৯ জুলাই ২০১৪ সকাল ১১:৩৪
ইসরাফিল হোসেন লিখেছেন : সকল মুস্লমানের উচিত যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। কেউ কি আছ যেদ্ধে যাওয়ার জন্য? আমিও যাব
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
188894
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমাদের মধ্যে যারা আসলেই যুদ্ধে যাবার জন্য প্রস্তুত তাদের এতদূর উড়ে যাবার দরকার নয়। বাংলাদেশেই যুদ্ধের প্রেক্ষাপট বিরাজমান।
243114
০৯ জুলাই ২০১৪ সকাল ১১:৫৯
জাগো মানুস জাগো লিখেছেন : shomadaner kono pod dektesina vai........united chara but atao not possible..je vabe amader ora divited kore rekese.
243126
০৯ জুলাই ২০১৪ দুপুর ০১:০৭
রেড সিগনাল লিখেছেন : এই পৃথিবীতে মুসলিম নামে কিছু অমুসলিম অাছে। ঐ সুবিধাবাদি অমুসলিমদের জন্য অাজ মুসলমানদের এই অবস্থা।
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
188895
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওরাই আমাদের জন্য রেড সিগনাল।
243158
০৯ জুলাই ২০১৪ দুপুর ০২:০৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০
243175
০৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:০১
সন্ধাতারা লিখেছেন : What a shame!
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
188896
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : What a shame!
১১
243417
১০ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৪
রেড সিগনাল লিখেছেন : এখন তাই মনে হচ্ছে ভাই পটাশিয়াম নাইট্রেট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File