ব্লগে নবীজী'র নামের বানান প্রসঙ্গে:

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জুন, ২০১৪, ০৮:২২:০১ রাত

রাসূল সাল্লাল্লাহু আলাইহিস্‌সালাম আমরা রাসূল (সাHappy লিখি। কিন্তু বাংলা ব্লগগুলুর কী-বোর্ডে বিস্বর্গ টাইপ করলে তা ইমোটিকন হিসেবে দেখা যায়, যা চরম অশোভন লাগে।

হয়তো ব্লগ কতৃপক্ষ কিছু করুন বা আমরা সচেতন হয়ে "সাল্লাল্লাহু আলাইহিস্‌সালাম" লিখি

(আমার এই পো্ষ্টে ও বিস্বর্গ ইমোটিকন হিসেবে দেখা যাচ্ছে। পোষ্টের সাথে প্রাসঙ্গীক বলে তা ও ভাবে রেখে দিলাম)

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236310
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই খাটি পোস্ট দিয়েছেন ,,অনেক ধন্যবাদ
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৭
182836
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমার নিজের ক্ষেত্রে ব্যাপারটা অনেকবার হয়েছে এবং পরে তা সংশোধন করেছি। আমাদের সচেতন হওয়া দরকার।
236312
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৬
ছিঁচকে চোর লিখেছেন : : এটা না দিয়ে (সঃ) দিলেই তো হয়।
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৯
182837
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এটা সঠিক কিনা আমি নিশ্চিত নই। ধন্যবাদ।
236315
১৮ জুন ২০১৪ রাত ০৮:৩৪
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : রমজানে অনেক লেখা আসবে যাতে নবীজি'র নাম থাকবে। নবীজি'র নামের পাশে ইমো দেখতে ভাল লাগার কথা নয়!

236355
১৮ জুন ২০১৪ রাত ১০:০৪
মাটিরলাঠি লিখেছেন : নবীজীর নামের পাশে এভাবে লিখুন - (সা),
সাহাবীদের নামের পাশে এভাবে লিখুন - (রা),
ইসলামী ব্যাক্তিত্বদের পাশে এভাবে লিখুন - (র)। এভাবে লিখলে আর কোন সমস্যা থাকে না।

@পটাশিয়াম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করবার জন্য।



১৮ জুন ২০১৪ রাত ১০:৩৫
182893
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ।
243096
০৯ জুলাই ২০১৪ সকাল ১০:৩৬
আহমদ মুসা লিখেছেন : বিষয়টি আমি দীর্ঘদিন থেকে অবর্জাভ করে আসছি। ক্লগ কর্তৃপক্ষের এ ব্যাপারে সফ্টওয়ারের বাগগুলো রিমুভের ব্যবস্থা করা উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File