বি এন পি নয়, তিস্তার পানি এনেছে আওয়ামিলীগ

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৩ এপ্রিল, ২০১৪, ১২:৩৭:১৫ রাত

শুকিয়ে মৃত প্রায় তিস্তায় হঠাৎ উথলে পড়ছে পানি, থৈ-থৈ করছে দু-কূল। ঘটনাটা ঘটলো বি এন পি'র লং মার্চের প্রথম দিনেই! বি এন পি'র লং-মার্চকে ভয় পেয়ে ভারত তিস্তায় পানি দিচ্ছে ফকরুলের এমন দাবী সত্য না হলেও অবৈধ নয়। কিন্তু দাদারা হটাৎ এমন উদার হয়ে গেল যে ?

ভারত বি এন পির লং মার্চকে ভয় পেয়ে পানি দিয়েছে এমন যুক্তি হাস্যকর। সাঈদীর ফাঁসির রায় সামনে রেখে আওয়ামিলীগ এবং ভারত বিন্দু পরিমান ঝুঁকি নিতে রাজি নয়। মিডিয়া ইতোমধ্যেই আওয়ামিলীগ-জামায়াতের আঁতাতের খবর ছড়িয়ে একটা বিভ্রান্তি তৈরি করেছে।

বি এন পি গত ৬ বছরে এই প্রথম একটা জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে এগুচ্ছিল।পানির দাবীতে তিস্তা অভিমূখী লং মার্চকে ঘিরে এই অসময়ে কোন আন্দোলন জমে উঠতে দেয়া যাবেনা। সে জন্যই বুঝি মেঘ না চাইতে শুধু বৃষ্টি নয়, একেবারে বন্যা!

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212044
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩২
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : ভালো পয়েন্ট ।
212149
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৩
আহ জীবন লিখেছেন : ভারত মুজিবের ভাষণ এপ্লাই করতেছে।
ভাতে মারব, পানিতে মারব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File