দ্যা পাওয়ার অব বাঁশ!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪০:০৯ সকাল
ইস! অল্পের জন্য ফসকে গেল এত বড় শিরোপা! আওয়ামিলীগের বিরুদ্ধে শুধু বাঁশ ব্যাবহার করেই জামাত-শিবির সারা দুনিয়ার সন্ত্রাসী গোষ্ঠিগুলার মধ্যে তৃতীয় স্হান দখল করেছে। তবে ওরা যদি দা-কুড়াল নিয়ে নামে আগামীতে এ আন্তর্জাতিক শিরোপাটা বাংলাদেশের নিশ্চিত!
তবে নিন্দুকেরা বলছে জামায়াতের আন্তর্জাতিক উইং দুই নম্বরি করে ৩ নম্বর স্হানটি বাগিয়ে নিয়েছে। কথা কিন্তু একদম ফেলে দেয়ার মত নয়। অনলাইনে সব কিছুই সম্ভব। দেখলেন না! মাস খানেক আগে শেখ -হাসিনা এরকম একটা অনলাইন জরীপে হিটলার কে ১০০ মাইল পেছনে ফেলে সেরা স্বৈরাচারী পদে প্রথম হয়েছেন!
বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মস্করা করতে গিয়ে বলিউডের "গুন্ডে" মুভিটার আই ডি এম রেটিংকে প্রায় নেগেটিভের দিকে নিয়ে গেছে ডিজিটাল পোলাপাইন! আবারো অনলাইন জরীপ বলে কথা!
তাই আমি বলতে চাই, জামায়াতের ৩ নম্বরের শিরোপা মানিনা। বেটারা ৫ বছরে একটা রামদা ও দেখাইতে পারলানা। আবার দাবি করছে ৩ নম্বর শিরোপা!
বি:দ্র: আওয়ামিলীগকে এই জরীপের লিষ্টে রাখা হয়নি। কারন প্রতোযোগীতা ছিল বেসরকারী সন্ত্রাসী গোষ্টিগুলার মধ্যে। সরকারী সন্ত্রাসী গোষ্টিকে প্রতিযোগীতায় রাখা হয়নি।
কি আর কমু! খালি বিনোদন আর বিনোদন!
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন