আলকায়েদা নয়, আওয়ামিলীগই আসল গেরিলা!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫১:৫১ সকাল
আল্লামা সাঈদীর কন্ঠের অশ্লীলঅডিও এবং আল্লামা শফির তেঁতুল তত্বের ভি ডি ও যে আওয়ামি প্রযোজনায় কাঁচা হাতের কাজ তা নিয়ে শেখ-হাসিনা ও ভিন্ন মত পোষণ করার কথা নয়।একের পর এক ব্যর্থতার পর এবার একেবারে হাজির হয়েছে আইমান-আল জাওহিরীকে নিয়ে। ডাইরেক্ট স্বশস্ত্র জিহাদের ডাক! কিন্তু ২ দিন যেতে না যেতে সব কারসাজি আবারো ফাঁস!
ইস! যদি আমেরিকাকে এই ভিডিও দিয়ে কনভিন্সড্ করা যেত! তবে ঢাকার আকাশে আমেরিকান স্কাই-ঈগল বা গ্লোবাল হকের মত ড্রোণ গুলু ডানায় হেল-ফায়ার মিসাঈল নিয়ে জামায়াত-শিবিরের নেতাদের বাসার ছাদের উপর চক্কর দিত। আমেরিকান ড্রোণের পাশাপাশি যৌথ অভিযানে অংশ নিত জাফর ইকবালের বানানো ড্রোণগুলো ও । খেলনা বিমানের যন্ত্রাংশ জোড়া দিয়ে বানানো এই হাইব্রিড ড্রোণগুলার পুচ্ছতে আঁকা থাকতো শেখ-মুজিবের ছবি। ইস্ কি দারুণ সুযোগ হাত ছাড়া হয়ে গেল!
তবে আম্রিকা কনভিন্সড না হলে কি হবে! মতিয়া চৌধূরীও কম কিসে? জাওহিরীর মুখের উপর সোজা বলে দিয়েছেন। আলকায়েদাকে আওয়ামিলীগ কেয়ারই করেনা। কারন আলকায়েদা নয়, আওয়ামিলীগই আসল গেরিলা।
মতিয়ার এই কথাটা মিন্তু মিছা না! ৭১ সালে আওয়ামি নেতারা যেভাবে গেরিলা কায়দায় পাকবাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কলকাতার সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিল তা জাতি চিরদিন মনে রাখবে!
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন