হারানো দিন ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৭ জানুয়ারি, ২০১৪, ১০:৪৬:০০ সকাল

৭২ - ৭৫ এর স্বর্ণযূগ দেখার সৌভাগ্য আমাদের হয়নি। রক্ষী-বাহিনীর রুপকথার মত গল্পগুলা এতদিন শুনেছি মাত্র। এখন দেখার সৌভাগ্য ও হচ্ছে! ঘর থেকে তরতাজা যুবকদের ধরে নিয়ে রাতে গুলি করে মেরে নর্দমায় ফেলে দিচ্ছে আইন-শৃংখলা বাহিনীর স্পেশাল কীলিং-স্কোয়াড, সেই রক্ষী বাহিনীর প্রেতাত্মা ! এ যেন এক প্রেত-পূরী!

শেখ-কামালের ব্যাংক ডাকাতির দিন ফিরে এসেছে সোনার ছেলেদের হাত ধরে। সোনালী ব্যাংকের ১০ কোটি টাকা লুটের ঘটনার পর আপনার নিশ্চয় ভাইকে খুব মনে পড়ছে! এমন কোন ব্যাংক লুটের ঘটনা কানে এলে আপনার পিতা নাকি আগে খবর নিতেন ব্যাংক ডাকাত শেখ-কামাল কোথায়!

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168453
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
প্রিন্সিপাল লিখেছেন : শুনেছিলাম শুধু, এখন দেখার সুযোগ করে দেয়ার জন্য অবশ্যই বুবুকে ধন্যবাদ দেয়া দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File