জুতাপেটা খাবার ভয়ে হাসিনা ইজতেমায় যাননি!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৭ জানুয়ারি, ২০১৪, ০১:৩৩:১০ রাত

ধর্ম নিরপেক্ষ হাসিনাকে প্রত্যেক বছরই ধর্ম-নিরপেক্ষ বিশ্ব-ইজতেমায় মোনাজাতে শরিক হতে দেখি। কিন্তু এবার তিনি স্বশরীরে ইজতেমায় যাননি। মোনাজাতে শরীক হয়েছেন ঘরে বসেই । সেদিন কে যেন বলেছিল বাংলাদেশে এখন সবচাইতে বেশী নিরাপত্তাহীন হচ্ছে শেখ-হাসিনা!

আওয়ামি মন্ত্রী-এমপিরা বিভিন্ন ধর্মসভায় গিয়ে যেভাবে জুতাপেটা খাচ্ছে তাতে হাসিনার ইজতেমায় না যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়!

তাছাড়া ইজতেমায় পাকিস্তানী প্রোডাক্টের যে ছড়াছড়ি তাতে কখন কি হয় কিছুই বলা যায়না।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168290
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৮
সালু সুন্দর লিখেছেন : আসলে্ই কি তিনি এই জন্য যান নাই?
168351
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩০
সাদাচোখে লিখেছেন : আমার বিশ্বাস এই মহিলা আর কিছুদিন পর আয়নায় নিজের চেহারা দেখতে ও চাইবেন না।

কারন?

মুখ দিয়ে যা বের হচ্ছে তার মর্যাদা ঠিক রাখতে ওনার মুখে একটা ফিল্টার লাগাতে হবে। ঐ ডাউস সাইজের ফিল্টার ওয়ালা মুখ কি মানুষ আসলেই দেখতে চাইতে পারে?

যে ভাবে দেশী বিদেশী যৌথবাহিনীদিয়ে ডাক্তার শিক্ষক হতে শুরু করে ছাত্র যুবাদের রক্ত শুষছে - তাতে বদ হজমের মত নাক মুখ দিয়ে থেমে থেমে রক্ত ঝরবে। নিজের নাক মুখের রক্ত কি কেউ দেখতে চাইতে পারে?

সারা দেশের মানুষের মনে যে পরিমান ক্ষোভ, ক্রুদ্ধতা আর জিঘাংসার হাওয়া বইছে - সে সুবাদে ত্যাক্ত বিরক্ত ভূত পেত্নীরা সব ওনার আয়নার ভিতরে লুকাবে। আর সেই ভূত পেত্নীর ছবি সম্ভলিত আয়নায় মুখ দেখার সাহস কি হাসিনা আসলেই পাবে?

আমার কাছে ইদানিং মনে হয় আমরা খুব শীঘ্রই এই মহিলার হিউমিলিয়েশান দেখবো - বাংগালী জাতির অনেক মহিলা এ মহিলার ডিমাইজ হতে অনেক কিছু শিখবে।
168358
২৭ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন : মারার থাকলো কি বাকি।
168464
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
168477
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন : জননেত্রীর চুলের একটা কণাও ছোবার সাহস শুধু বাংলাদেশ কেন দুনিয়াতে কোন মানুষের নেই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File