বাংলাদেশে একটি সিরিয়া বা একটি মিশরের ছায়া দেখতে পাচ্ছি
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১১ জানুয়ারি, ২০১৪, ০৯:২২:৫৪ সকাল
সহিংসতার বিবেচনায় আমি বাংলাদেশে একটি সিরিয়া বা একটি মিশরের ছায়া দেখতে পাচ্ছি। হয়তো আরো ভয়ংকর। আমাদের অপ্রতিরোধ্যভাবে সেদিকেই টেনে নেয়া হচ্ছে! আমার মনে হয় বাংলাদেশ ইতোমধ্যেই "পয়েন্ট অব নো রিটার্ণ" অতিক্রম করেছে। এখন শধুই অন্ধকারে পথ চলা।
গতানুতিক আন্দোলনে চলমান অবস্হার পরিবর্তন হবে বলে আমি মনে করিনা। না আমি বলছিনা অস্ত্র হাতে সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়তে। ওরাতো ওটাই চাচ্ছে! যাতে বলা যায় বাংলাদেশ এখন তালেবান রাষ্ট্র! এরপর সবকিছুই ছক মতে চলবে।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন