~ আসুন বদলে যাই, বদলে দিই ~
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৪:৩৩ রাত
আবারো সেই কথা......
"আমরা বাংলদেশীরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের জন্য পান থেকে চুন খসাতে রাজী নই।
দেশের ৮০ শতাংশ মানুষ এখন শেখ হাসিনাকে জঘণ্য স্বৈরাচারী মনে করে।প্রথম-আলো দৈনিকটি আওয়ামিলীগের অত্যাচারের পৃষ্ঠপোষক তা ও আমরা স্বীকার করি। কিন্তু কয়জন পেরেছি গাটের পয়সা দিয়ে "প্রথম-আলো" কেনা বন্ধ করতে?
হবে না ! আমাদের দিয়ে হবেনা! আমরা আসলে সু-শাষণ পাওয়ার যোগ্য নই! আগে নিজেকে বদলান, দেখবেন সবকিছুই বদলে যাবে। নিজেকে বদলানোটাই সবচাইতে কঠিন কিন্তু নিরাপদ কাজ।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন