খালেদা জিয়া, আপনার সামনে এক অপূর্ব সুযোগ!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৪:৫৫ সকাল
২৯ তারিখের "গণতন্ত্রের জন্য যাত্রা" খালেদা জিয়ার জন্য এক বিরাট সুযোগ এনে দিয়েছে। এতে খালেদা জিয়ার হারানোর কিছু নেই। প্রথমত এ ধরণের একটা কর্মসূচি আওয়ামিলীগের জন্য অপ্রত্যাশিতই ছিল! আওয়ামিলীগ ভেবেছিল সেনাবাহিনী মাঠে থাকলে বিরোধী দলের হরতাল অবরোধের মত কর্মসূচিগুলা ফ্লপ করবে। বড় কোন কর্মসূচি দিতে পারবেনা।
কিন্তু ১৮ দলের ২৯ তারিখের কর্মসূচী একটা অহিংস কর্মসূচী। সহিংসতার নাম করে কর্মসূচি বন্ধ করে দেয়ার সরকারি প্রচেষ্টা হালে পানি পাবেনা, যদি ও ওরা এটা করতে চাইবে। ইতোমধ্যই ঢাকায় আগুন দিয়ে পুলিশ মেরে ১৮ দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে গ্রেফতারের উদ্দেশ্যে। বি এন পি কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে বেশ কিছু বি এন পি নেতাকে। খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দেয়া হচ্ছে, যাতে কর্মসূচি থেকে সরে আসে। তবে আশা করি খালেদা জিয়া সরকারের বাঁধার মুখে নড়বেন না। সেনা মোতায়েন আওয়ামিলীগের জন্য বুমেরাং হবে। ঢাকা-মুখি জনতার স্রোতে আগের মত পুলিশ-বিজিবি এবং আওয়ামি গুন্ডাবাহিনী চড়াও হতে পারবেনা। সেনাবাহিনী এটা মেনে নেবেনা। অবশ্য সেনাবাহিনী যদি আওয়ামিলীগের এজেন্ডা বাস্তবায়নে নেমে পড়ে সেটা ভিন্ন কথা। তবে সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিজেদের বিলিয়ন ডলারের বর্তমান-ভবিষ্যত নষ্ট করবেনা।
খালেদা জিয়াকে গ্রেফতার আওয়ামিলীগ করতে চাইবেনা। ওরা চাচ্ছে চারদিকের মানুষগুলুকে গ্রেফতার করে খালেদা জিয়াকে নিস্ক্রীয় করে ফেলতে। আশা করি খালেদা জিয়া গ্রেফতারকে ভয় পাবেন না। খালেদা জিয়া গ্রেফতার হলে আন্তর্জাতিক ভাবে আওয়ামিলীগ আরো ব্যাপকভাবে কোনঠাসা হয়ে পড়বে। খালেদা জিয়া যে কোন মূল্যে যদি ২৯ তারিখের সমাবেশে অটল থাকতে পারেন তবে সরকারের বিরুদ্ধে আন্দোলন চূড়ান্ত পর্বে প্রবেশ করবে। গ্রেফতার করা হলে আন্দোলন আরো বেগবান হবে বলেই আমি বিশ্বাস করি। তাছাড়া খালেদা জিয়া গ্রেফতার হলে চলমান আন্দোলনে খালেদা জিয়ার কোন দূর্বলতা ঢেকে যাবে। ভবিষ্যতে হাসিনাকে জেলে ভরতে ও খালেদা জিয়া নৈতিক ভিত্তি পেয়ে যাবেন। চলমান অবস্হার পরিবর্তন হবেই। সে অবস্হায় কারা-মূক্ত খালেদা জিয়া হয়ে লিজেন্ড হয়েই বের হবেন।
খালেদা জিয়া দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকে টেকনিক্যালি বেশ সুবিধাজনক অবস্হায় রয়েছেন, বিশেষ করে যদি লাগাতার অবস্হান কর্মসূচী ঘোষণা করার মত সাহস দেখাতে পারেন। হারানোর কি আছে? বড়-জোড় গ্রেফতার হবেন! সেটা হবে আওয়ামিলীগের জন্য একটা ভয়ংকর ভুল।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন