বাংলাদেশ-ভারতের আমেরিকা নির্ভরতা এবং সাম্প্রতিক টানাপোড়ন
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২২ ডিসেম্বর, ২০১৩, ১০:২৬:৪৪ সকাল
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের বিষয় নিয়ে ভারতে যে তুলকালাম হয়েছে তা নিতান্তই অনিভেপ্রেত! ভারতীয়দের মনে রাখা দরকার এটা ভারত নয়, যুক্তরাষ্ট্র! এখানে ভারতীয় কূটনীতিক দেবযানী্র যে অধিকার তার হাউজ-মেইড সঙ্গীতার ও একই অধিকার। এটা এখানে কাগজে-কলমে নয়, দৈনন্দিন চর্চা হয়। যুক্তরাষ্ট্রে আই টি ইন্ডাষ্ট্রীতে কাজ করার সুবাদে বুঝতে পারি স্রোতের মত কিভাবে ভারতীয় আই টি কর্মীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমা জমাচ্ছে। লক্ষ-লক্ষ ভারতীয় আই টি কর্মী এখানে কর্মরত আছে, যারা বিলিয়ন ডলার রেভিনিউ যোগাচ্ছে। এরপর পোশাক শিল্প সহ অন্যান্য খাত বাদই দিলাম। এটা নিশ্চিত, কয়দিন পর্দার আড়ালে ভারতীয়রা ব্যপারটা ঠিকই সামলে নেবে, যুক্তরাষ্ট্রের পায়ে ধরে হলেও। বিষয়টা ভারতীয় সহকর্মীদের সাথে আলাপ করে অনুধাবন করলাম। ওরা ভারত সরকারের উপর যারপর নাই ক্ষিপ্ত এবং যুক্তরাস্ট্রে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একগুয়েমি আর সীমাহীন অদূরদর্শীতার কারনে বাংলাদেশ আজ যুক্তরাষ্টের সাম্ভব্য অবরোধের সম্মূখিন। ভারত থেকে পেয়াজের সরবরাহ একটু কমে গেলে যে দেশের নাকের পানি চোখের পানি এক হয়ে যায় সে দেশ যুক্তরাষ্টের মত দেশের অবরোধের ধাক্কা ১ মাস ও সামলাতে পারবেনা। অবশ্য তাতে হাসিনার কিছু যায় আসেনা। এরকম অসভ্য আর গোঁয়াড় যে দেশের প্রধানমন্ত্রী সে দেশের সর্বনাশের জন্য আর কাউকে ডেকে আনতে হবে কেন?
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন