গোপীবাগে ইমাম মাহ্দী খুন!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২২ ডিসেম্বর, ২০১৩, ০৩:০৯:২৯ রাত
বছর খানেক আগে কোন একটা টি ভি চ্যানেলে ইমাম মাহ্দী দাবি করা একটা লোককে দেখেছিলাম। দেখে অবাক হয়েছিলাম, সবার চোখের সামনে কি অবলীলায় সে মানুষকে বিভ্রান্ত করে টাকার পাহাড় গড়ে তুলেছিল। সে এক ওয়াক্ত নামায সহ আরো অনেক উদ্ভট বিষয় চালু করেছিল তার ভক্তদের মধ্যে।
গোপীবাগে গলাকেটে যে সাতজন খুন হলো তারা ঐ ইমাম মাহ্দী এবং তার শীষ্যরা। কোন গোপন সংগঠন হয়তো ওদের খুন করতে পারে। যদি তাই হয় তবে রাষ্ট্র শুরুতেই এই ইমাম মাহ্দী দাবি করা লোকটার বিরুদ্ধে ব্যবস্হা নিলে খুব সম্ভবত আজকের ঘটনা দেখতে হতোনা। যে কোন মুসলিম দেশে হলে তার বিচার মৃত্যু দন্ডই হত। কিন্তু এভাবে গুপ্ত হত্যা কখনো কাম্য নয়। তবে আশা করি, আওয়ামিলীগ এখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেনা।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন