পাকিস্তানী পণ্য বর্জনের ডাক!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২১ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৭:২২ সকাল
ওরা এবার পাকিস্তানী পণ্য বর্জনের ডাক দিয়েছে। বিদেশী পণ্য ব্যবহার না করে দেশি পণ্য ব্যবহার অবশ্যই দেশ-প্রেমের বহি:প্রকাশ। কিন্তু ভারতীয় পণ্য ও নয় কেন? বাংলাদেশে পাকিস্তানী পণ্যের চাইতে ভারতীয় পণ্যের দাপট নিশ্চয় অনেক বেশী!
দেশীয় পণ্যের বাজার কে উৎসাহিত করতে আসুন অন্যান্য বিদেশী পণ্যের সাথে ভারতীয় এবং পাকিস্তানী পণ্য ও বর্জন করি।
তবে কেউ যাতে দেশ প্রেমের আড়ালে ভার-তপ্রেমে মজতে না পারে সেদিকে খেয়াল রাখা দরকার।
আরেকটা কথা! যারা এই মুহুর্তে পাকিস্তানী পণ্য বর্জনের ডাক দিয়েছে তারা পাকিস্তানী (ঊর্দূ) নামের দলটিকে সবার আগে বর্জন করুন। হ্যাঁ! "আওয়ামিলীগ" একটা পাকিস্তানী নাম।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন