সারা শরীরে পঁচন ধরার পর মুখে মেকাপ দিয়ে কেউ যদি বলে আহা! আমার কি সৌন্দর্য্য!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৭:২৫ রাত
ইতিহাসের ভয়াবহতম অস্হিরতায় বাংলাদেশ। আন্তর্জাতিক মিডিয়াগুলু প্রচার করছে "গৃহযুদ্ধের কবলে বাংলাদেশ"। সেনাবাহিনীর ভেতর থেকে অনাকাংখিত ঘটনার ভয়ে বিজয় দিবসে বাতিল করা হলো কুচকাওয়াজ। তবু চেতনাধারিদের একটু খোরাক তো দিতে হবে! ঢাক-ঢোল পিটিয়ে সর্ববৃহৎ মানব পতাকা বানিয়ে বিশাল তৃপ্তির ঢেকুর তোলা হলো ! পাকিস্তান ও নাকি এরকম একটা বানিয়েছিল। তাই পাকিস্তানের চাইতে বড় পতাকা বানাতে পেরে উল্লাস করছে এই বলে : "বিজয়ের দিনে পাকিস্তান কে আবারো পরাজিত করা হলো"। আমাদের মহান বিজয় এত সস্তা!
কিন্তু ১ দিন যেতে রাজাকারের খাতায় নাম লেখালো কাতার।
আরো বড় মানব পতাকা বানিয়ে ভেন্গে দিল বাংলাদেশের রেকর্ড!
কি লাভ এসব সস্তা রেকর্ডের পেছনে দৌড়ে যদি না তোরা জাতীয় পতাকা বুকে ধরতে পারিস?
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন