অনুগ্রহ করে নিজের বিবেকের দরোজা খুলে দিন

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩৯:০৬ সকাল

আজকের অনেকগুলু পত্রিকা লক্ষিপূরে গণহত্যায় অংশ নেয়া ঘাতকদের নাম-পরিচয় ছবি সহ প্রকাশ করেছে। আওয়ামিলীগের দলীয় ক্যাডাররা র‍্যাব-পুলিশের সাথে একসাথে কিলিং মিশনে অংশ নেয়। আমি আপাতত: এর চাইতে ভয়ংকর কিছু ভাবতে পারছিনা। আমি খুব বেশি অস্বস্তি বোধ করি যখন দেখি আমার খুব প্রিয় কিছু মানুষ এসবকে বৈধ মনে করেন, অথবা এসব খবরগুলুকে পাত্তা দেননা, যেসব পত্রিকা এসব লিখে ওগুলু এড়িয়ে চলেন। এসবের বিরুদ্ধে কথা বললে জামায়াত-শিবির মনে করেন। আল্লাহ্‌ সবাইকে সত্য উপলব্ধি করার শক্তি দিন। আমাদের চোখ-কান আর বিবেকের দরোজা খুলে দিন।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File