এটা এখন গণমানুষের প্রতিরোধ যুদ্ধ!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৩:৫৪ সকাল
দেশে জামায়াত-শিবিরের সংখ্যা কত?
পোষ্য মিডিয়াগুলুর কল্যাণে আমরা জেনে আসছি দেশে নাকি জামায়াত-শিবিরের সংখ্যা ২ শতাংশের সামান্য বেশী, যদিও গতবছর ওদের প্রভূ মনমোহন বাংলাদেশ সফরের পর ইন্ডিয়ান টাইমস্ কে জানিয়েছেন দেশে জামায়াত-শিবিরের সংখ্যা ২৫ শতাংশ! আশংকা জনক বটেই। বাংলাদেশে জামায়াতের উত্থানের দু:স্বপ্ন থেকেই আজ আওয়ামীলীগের পেছনে ন্যাংটা হয়ে লেগে থাকা। যাই হোক, আপনাদের জামায়াতের প্রকৃত সংখ্যা জানানোর কোন আগ্রহ আমার নাই।
কিন্তু দেশের বর্তমান পরিস্হিতির দিকে তাকালে দেখা যায় গুন্ডামি করতে আসা র্যাব-বিজিবি-পুলিশ-ছাত্রলীগের যৌথ বাহিনীকে ঘেরাও করে যে মারটা ফটিকছড়ি বা নীল-ফামারীতে দেয়া হলো ওটা কি শুধু জামায়াতের পক্ষে সম্ভব? গ্রামে-গ্রামে, পাড়ায় মহল্লায় যে দূর্বার প্রতিরোধ গড়ে উঠছে তা কি শুধু জামায়াতের? ওদের হয়তো স্বীকার করে নিতে হবে দেশে জামায়াতের পরিসংখ্যান নিয়ে মনমোহনের কথাই ঠিক, নতুবা এটা এখন আর জামায়াতের আন্দোলন নয়, গণমানুষের প্রতিরোধ যুদ্ধ!
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন