হেফাযত কেন আগামীকালের হরতাল প্রত্যাহার করে নিল?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৯:১৯ রাত
৩ দিন আগে "হেফাযতের অহমিকা না অদূরদর্শী"তা শিরোনামে একটা পো্ষ্ট দিয়েছিলাম। পোষ্ট দেয়ার পর নিজের কাছে কিছুটা অস্বস্তি লাগছিল। কারন আমি লিখেছিলাম হেফাযতের কর্মসূচীগুলা যাতে ভুলে ও জামায়াতের কর্মসূচীর সাথে মিলে না যায় এ ব্যাপারে তারা খুব সচেষ্ট। কিন্তু পরক্ষণেই আবিস্কার করলাম আগামিকাল সমবেশ করতে না দেয়ার প্রতিবাদে হেফাযতের হরতাল এবং আব্দুল কাদের মোল্লার হত্যাকান্ডের বিরুদ্ধে জামায়াতের ও হরতাল।
কিন্তু একি! হেফাযত তাদের হরতাল প্রত্যাহার করে নিল! হেফযতের প্রতি আমার অবিশ্বাস তো অমূলক নয়! তাই আমার এবারের প্রশ্ন, এটা হেফাযতের আহমিকা? নাকি নিজেদের ঘরের ভেতর একটা হরতাল করার ও মুরোদ নাই?
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন