মৃত কাদের মোল্লাকে ওদের এত ভয় কিসের?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৩ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৮:০০ রাত
শহীদ কাদের মোল্লা এতটাই শক্তিমান হয়ে উঠেছেন যে পৃথিবীর কোন শক্তিই আর তাঁকে চ্যালেন্জ করতে পারবেনা। রাতের অন্ধকারে ৩টার সময় শহীদের লাশ দাফন দাফন করে ফেলা হবে। পরিবারের হাতে লাশ দেয়া হবেনা। কিসের এত ভয়? জানজায় শহীদ কাদের মোল্লার হাতে হাত রেখে লক্ষ কাদের মোল্লা বাইয়্যাৎ নেবে বলে? নাহ্ লাভ নেই! যে কাদের মোল্লারা আজ বেরিয়েছে, যারা আজ শপথ নিয়েছে তাঁরা বিজয় না নিয়ে ফিরছেনা।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন