চিন্তা নাই, রোগ যখন ধরা পড়েছে চিকিৎসা ও হয়ে যাবে
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১২ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৬:০৪ সকাল
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ধাওয়া গেয়ে প্রাণে বেঁচে যাওয়া আওয়ামী দালাল এটর্ণি জেনারেল মাহবুব :
"আদালত প্রাণ্গণে এসে যারা নারায়ে তাক্বীর শ্লোগান দেয় তারা মানষিক বিকারগ্রস্হ"
আদালত প্রাণ্গণে জয়-বাংলা স্লোগান দেয়া যাবে, কিন্তু নারায়ে তকবীর শ্লোগান দেয়া যাবেনা! তোমাদের রোগটা কিন্তু আমরা বুঝি। নারায়ে তাক্বীর স্লোগানে শয়তানের গায়ে আগুন ধরে যাবে এটাইতো স্বাভাবিক। তবে চিন্তা নাই, রোগ যখন ধরা পড়েছে চিকিৎসা ও হয়ে যাবে।
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন