অন্যায়ের কাছে মাথা নত না করাই তো বিজয় দিবসের চেতনা!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ ডিসেম্বর, ২০১৩, ১০:৫১:৪০ সকাল
১৬ ডিসেম্বরকে সামনে রেখেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করতে পারে হাসিনা গং । একটা দল কতটুকু আদর্শ-বর্জিত আর নীচ হতে পারে তার উদাহরণ হয়ে থাকবে আওয়ামিলীগ অনেক- অনেক দিন পর্যন্ত। কাদের মোল্লার মৃত্যু দন্ডকে কেন্দ্র করে জামায়াত-শিবির হরতাল বা অন্য কোন আন্দোলন করতে গেলে তা পড়বে বিজয় দিবসের মধ্যে। এটা অবশ্য নতুন কিছু নয় আওয়ামিলীগের জন্য। আওয়ামিলীগ যদি বিজয় দিবস নিয়ে ষ্ট্যান্টবাজি করতে চায় তবে বিজয় দিবস থেকেই শুরু হোক আরেকটা যুদ্ধের। অন্যায়ের কাছে মাথা নত না করাই তো বিজয় দিবসের চেতনা!
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন