এখন আওয়ামিলীগের আয়ু ঘন্টায় হিসেব করা হচ্ছে, দিনে নয়।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৮ ডিসেম্বর, ২০১৩, ০১:০৬:৩৫ দুপুর

কাদের মোল্লাকে ফাঁসি ওরা দিয়েই ছাড়বে বলে মনে হয়। জেল কোড মেনে ফাঁসি দিতে হলে আসামী পক্ষ ১ মাস সময় পাবে রিভিউ'র আবেদন করার জন্য। আবেদন নাকচ হয়ে গেলে ও ২১ দিনের আগে ফাঁসি কার্যকর করা যাবেনা। ও মা! সে তো অনেক লম্বা সময়! এখন তো আওয়ামিলীগের আয়ু ঘন্টায় হিসেব করা হচ্ছে, দিনে নয়। তাই ও সব জেলকোডের হিসেব করে লাভ নাই। আওয়ামিলীগ এ বিচার প্রক্রিয়ায় কোনটা নিয়ম মেনে করেছে বলুন ? ওরা চাচ্ছে কাদের মোল্লাকে হত্যা করবে, ব্যাস এতটুকুই। অবশ্য এতে আমার ও কোন আপত্তি নাই। কারন ওরা পারছে তাই করছে। কেউ যদি এখানে আইন-আদালতের নিয়ম-কানুন টেনে এনে বান্গালীকে হাইকোট দেখাতে চায় তবেই মাথা খারাপ হয়ে যায়। বলি আপনি গান্জা টেনেছেন বলে আমাকেও কি গান্জুটি বলে মনে করেছেন না কি?

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File