জামায়াতের নিবন্ধন বাতিলে আওয়ামিলীগের ক্ষতি

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৮ নভেম্বর, ২০১৩, ০৭:৩৪:২৭ সকাল

গত নির্বাচনে আমরা দেখেছি অনেক আসনে জামায়াত-বি এন পি কেউ কাউকে ছাড় দেয়নি। ফলে আওয়ামিলীগ ঐসব আসনে সুবিধা ভোগ করেছে। তা ছাড়া অনেক আসনে নিজ দলের প্রার্থী নমিনেশন না পাওয়ায় বি এন পি- জামায়াতের কর্মীরা ১০০% সক্রিয় ছিলনা।

এখন জামায়াত নির্বাচনে যেতে না পারলে ঐ দরকষাকষিটা আর হবেনা। জামায়াতের প্রার্থী না থাকলে ও আওয়ামিলীগ হটাতে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা যে সর্ব্বোচ্চটা উজাড় করে দেবে তাতে সন্দেহ নাই।

জামায়াত বি এন পির প্রতিকে নির্বাচন করবে বলে মনে হয়না। তা ছাড়া বি এন পি'র সাথে নামে মাত্র ক্ষমতার ভাগভাগি করে গতবারের মত বি এন পি'র দূর্ণামের অংশীদার না হলেই বরং জামায়াতের জন্য ভাল।

ক্ষমতায় গিয়ে বি এন পি যদি বেঈমানি না করে, পরবর্তী নির্বাচনে জামায়াত এখনকার চেয়ে অনেক বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। ক্ষমতার বাহিরে থেকে নিজেদের সংগঠিত করা অনেক সহজ।

আপনারা কি মনে করেন?

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File