টেলিফোন সংলাপ সমাচার

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০১ নভেম্বর, ২০১৩, ১২:৩৭:৪২ রাত

টেলিফোনে খালেদা কে হাসিনা : "ক্যামেরা এনে ফোনালাপ রেকর্ড করার মত নীচু কাজ আমি করিনা ।"

এর পর, ইনু বল্লেন "দুই নেত্রীর টেলিফোন সংলাপ প্রচার করা হবে । " এবং প্রচারিত হল। (রেকর্ড টা করলো কে?)

তথ্য প্রযুক্তি আইন বা প্রাইভেসি লংঘন এর দায়ে ফেঁসে যাওয়ার উপক্রম হলে ইনু আগের কথা অস্বীকার করে বল্লেন সরকার এটা প্রচার করেনি এবং তিনি প্রচার করা হবে এমন কথা ও বলেন নি। (১ দিন আগের কথা এভাবে অস্বীকার! )

হাসিনা গতকাল বল্লেন পত্র-পত্রিকায় দুই নেত্রীর টেলোফোন সংলাপ কিছু-কিছু এসেছে, তাই ভাবলাম মানূষ পুরাটাই জানুক! এটা রাষ্ট্রের সম্পদ। (তা হলে মিডিয়াতে প্রচার টা কি ইনুর অগোচরে হাসিনা করেছে?)

** হাসিনা-খালেদার ব্যাক্তিগত কথোপকথন রাষ্ট্রের সম্পদ তাই প্রচার করা হল। আর এরশাদ-হাসিনার কথোপকথন বুঝি রাষ্ট্রের গুপ্তধন ! তাই লুকিয়ে রাখা হল ?

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File