সরকার পিছু হটছে, তবে বি এন পি' র কিছু দালাল নেতা সরকারকে শক্তি যোগাচ্ছে

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২১ অক্টোবর, ২০১৩, ১২:০৭:৪৮ রাত

সকাল থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পুলিশ কর্ডন করে রেখেছিল পেশাজীবীদের সমাবেশ করতে দেবেনা বলে। খালেদা জিয়ার বাস ভবনের সামনে ও অবস্হান নেয় বিপুল সংখ্যাক পুলিশ। অনেকে আশংকা করছিলেন খালেদা জিয়া চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বের হলে গ্রেফতার হতে পারেন। খালেদা জিয়ার আবস্হানএবং শক্তিশালী পদক্ষেপে সরকার কিছুটা ব্যাকফুটে যেতে বাধ্য হয় এবং চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সমাবেশে খালেদা জোয়া বলেন কেউ না এলেও একাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাবেন। এতে তলে তলে বিক্রী হয়ে যাওয়া বি এন পি'র নেতাদের এবং হাসিনা গং এর খালেদা জিয়াকে লোভ দেখিয়ে নির্বাচনে আনার চেষ্টা বৃথা গেলই মনে হচ্ছে। মওদূদের মত দালালদের তোয়াক্কা করার দরকার আছে বলে আমি মনে করিনা। দালালদের চিহ্ণত এবং উপেক্ষা করতে পারলে বি এন পি শক্তিশালীই হবে।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File