হায়রে বাঙালী! শয়তানকে প্রমোট করে সাধু সাজার অভিনয় আর কত?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ অক্টোবর, ২০১৩, ০৯:৩০:০৬ সকাল

আমার আড়াই বছরের ছেলেটা যখন আমার সেল ফোনের উপর ছড়াও হয় তখন আমি ওর চোখের সামনে থেকে একটু আড়াল করে বলি "ফোনটা ভূতে নিয়ে গেছে"। আওয়ামিলীগ এখন মিথ্যা বলার সময় মনে করে দেশের মানুষগুলো সব দুই বছরের বাচ্চা; অথবা দেশের মানুষ বিশ্বাস করলো কি করলোনা এটা ওরা কেয়ার-ই করেনা।

সারা দেশের মানুষ দেখলো ইউ পি এস বিস্ফোরণের ঘটনাকে কিভাবে গ্রেণেড বিস্ফোরণ বলে ট্যাগ দিয়ে মুফতি ইজহারের মাদ্রাসায় তালা লাগানো হলো এবং মুফতি ইজহার এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা হলো। এখন রিমান্ডের নামে চালানো হবে ভয়ংকরতম নির্যাতন।

প্রথম-আলোর মত পত্রিকাগুলু বরাবরের মত এমন জঘণ্য একটা মিথ্যাকে লীড-নিউজ করে সংবাদ ছেপেছে। এমন নির্জলা একটা মিথ্যাকে প্রমোট করেছে জেনে ও আমরা অনেকে আজো প্রথম-আলো কিনেছি শুধু প্রগতিশীলতার খাতায় নামটা ধরে রাখতে। ওসব না কিনলে যে প্রগতিশীল হওয়া যাবেনা! হায়রে বাঙালী! শয়তানকে প্রমোট করে সাধু সাজার অভিনয় আর কত?

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File