আওয়ামিলীগ যে খেলাটা খেলতে চেয়েছিল তা বিফলে গেছে
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০২ অক্টোবর, ২০১৩, ০৯:৫৮:৫১ সকাল
সালাহ্উদ্দীন কাদের চৌধূরীর ফাঁসির রায়ে আমি কিছুটা খুশি । বি এন পি কি প্রতিক্রীয়া দেখালো তাতে আমার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নাই। সালাহ্উদ্দীন কাদের চৌধূরীর ফাঁসির রায়ের সাথে-সাথে আরো কয়েক কোটি মানূষ অন্তর দিয়ে বুঝতে পারছে যুদ্ধাপরাধের বিচারের নামে আসলে কি হচ্ছে। বলা যায় জামায়াত-আর জাতিয়তাবাদী সাধারণ জনতা একটা Sustainable Common Ground পেল। সামনের দিনগুলুতে এটা মুক্তিকামী জনতার জন্য এক বিশাল সম্পদ হয়ে দেখা দেবে। সালাহ্উদ্দীন কাদের চৌধূরীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে আওয়ামিলীগ যে খেলাটা খেলতে চেয়েছিল তা বিফলে গেছে। আওয়ামিলীগের এখন দরকার অনেক-অনেক লাশ এবং জ্বালাও-পোড়াও। যে আশংকা তাড়া করে ফিরছে তা হলো একদম শেষ দিকে কাদের মোল্লা এবং প্রয়োজনে আল্লামা সাঈদীর ফাঁসি কার্যকর করে হলে ও দেশকে অরাজগতার দিকে ঠেলে দেবে।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন