আবার বাকশাল! এবার আরো ভয়ংকর রুপে!!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২০ মে, ২০১৩, ১২:১৬:১৭ রাত

সরকারের বিরুদ্ধের সমস্ত কন্ঠকেই স্তব্ধ করে দেয়া হয়েছে।

দিগন্ত টি ভি বন্ধ, ইসলামিক টি ভি বন্ধ, আমার দেশ বন্ধ, মাহমুদু রহমান গ্রেফতার। বিরোধী নেতা কর্মীরা জেলে অথবা পালিয়ে বেড়াচ্ছে। ইন্টারনেট বন্ধ হবার পথে। দেশে আগামী ১ মাস সভা-সমাবেশ নিষিদ্ধ। অবস্হা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে অনলাইনে কেউ সরকারের সমালোচন করলে তাকে ও গ্রেফতার করা হচ্ছে। ভিন্ন মতের কেউ বাদ যাচ্ছেনা। রাস্তায় কুকুরের মত গুলি করে মেরে ফেলা হচ্ছে শত-শত মানূষ। শেয়ার-মার্কেট আর পদ্মা সেতুর মত বিষয় গুলু নিয়ে মানূষ এখন কথা বলেনা। কোন কথা ছাড়াই যে কেউ লাশ হয়ে যেতে পারেন। ভাগ্য ভাল হলে এ পাড়ে গুম হয়ে নিজেকে ও পাড়ের জেলখানায় দেখতে পারেন, যদি লাশ না হয়ে যান।

বিষয়: বিবিধ

১৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File