সাভারে ক্ষতিগ্রস্হ সন্দ্বীপবাসির পাশে একটু দাঁড়ান!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৭ এপ্রিল, ২০১৩, ০১:১০:১৮ দুপুর
জানি পোষ্টাটা স্বার্থপরের মত হয়ে যাবে। তারপর ও বেহায়ার মত দিলাম।
সাভারে ধ্বসে যাওয়া রানা প্লাজায় ২ ফ্লোর জুড়ে ছিল ফ্যান্টম গার্মেন্টস। মালিক সন্দ্বীপের। ওখানে কর্মরত হাজার দুয়েক শ্রমিকের বিশাল অংশই সন্দ্বীপের। অনেকেরই এখন পর্যন্ত খোঁজ নাই। অনেকে আমার একদম পাশের বাড়ীর। ওদের অধিকাংশই ছিল অভাবী পরিবারগুলুর একমাত্র অবলম্বন। যারা কোনমতে বের হতে পেরেছে তাদের চিকিতসা, এবং স্বজন হারানো পরিবারগুলুর পাশে দাঁড়ানোর জন্য আপানার সাহায্য আমাদের প্রয়োজন।
সাভারে আমাদের একটা টীম সার্বক্ষণিক কাজ করছে। আপনার দেয়া প্রত্যেকটি টাকার সঠিক ব্যাবহার হবে ইনশাআললাহ্।
সাহায্য করতে নীচের লিন্ক গুলাতে ক্লিক করুন
সাহায্য করুন
সাহায্য করুন
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন