রানা যুবলীগের কেউ না এবং বলদ আমরা।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ এপ্রিল, ২০১৩, ০৮:৪০:১৩ সকাল
প্রধানমন্ত্রী যুবলীগের নেতা কর্মীদের লিষ্ট দেখিয়ে বল্লেন এই লিষ্টে রানার নাম নাই। রানা যুবলীগের কেউ না।
আমি একটু ও অবাক হয়নি। ঐ মহিলা আমাদের বরাবরই এমন বলদ মনে করে। কারন আমরা আসলেই এমন বলদ। তা না হলে নাড়াচাড়া করে বিল্ডিং ফেলে দিতে পারলে ও আমরা কেন অভিসপ্ত এই লোকগুলার গদি ফেলে দিতে পারছিনা!
যা হোক, যা বলছিলাম! রানা যুবলীগের কেউ কিনা সেটা কি বড় প্রশ্ন হয়ে গেল এই মুহুর্তে? আপরাধী যেই হোক, রানা যে দলেরই হোক তাকে বিচারের আওতায় আনা হবে এমনটাইতো প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল! না কি?
আওয়ামিলীগের ষ্হানীয় এম পি মুরাদ জং ঐ যুবলীগ নেতা, ফেন্সিডিল ব্যাবসায়ী রানা কে নিরাপদে সরিয়ে রেখেছে? যে মুহুর্তে সাভারে হাজার-হাজার মানূষ কেয়ামত মোকাবেলা করছে সে মুহুর্তে দন্ত প্রসারিত করে ট্রেন উদ্ভোদনের পোজ দিয়ে ছবি তোলাতে ব্যাস্ত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী! একবার দেখতে পর্যন্ত আসেননি। অথচ ব্যাস্ত আছেন রানা যুবলীগের কেউ নয়, এটা প্রমান করতে। কত বড় বাটপার হলে এমনটা সম্ভব?
ও হ্যাঁ! আপনারা জানেন কি মরার জন্য প্রত্যেকে পাচ্ছেন " ২০ হা জা র " টাকা! যা আমাদের প্রধানমন্ত্রীর একদিনের নাস্তার খরচের ১ পন্চমাংশ! আরা হাত-পা হারালে ৩ হাজার করে পাচ্ছেন একদম নগদ।
বিষয়: বিবিধ
১৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন