লং-মার্চ লাইভ দেখা যাবে কোথাও?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৪ এপ্রিল, ২০১৩, ০৯:৫৯:১১ সকাল
বিদেশে আছে দেহটা। আত্মাটা বাংলাদেশে; উদগ্রীব লং-মার্চে যোগ দিতে। অন্তত: দেখে যদি পরাণটা ভরাতে পারতাম? বিভিন্ন সময়ে ঢাকা থেকে বিভিন্ন ইভেন্ট অনলাইনে লাইভ দেখা গিয়েছে। এবারো কি কেউ ব্যাবষ্হা নিবেন? কোন টিভি চ্যানেল দেখাবে এমনটা আশা করতে পারছিনা।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন