জিটিভি'র সংবাদ সংলাপে বিএনপি নেত্রীর উত্তেজনামূলক কথবার্তা ও রাজনীতিক বিশ্লেষক পরিচয়ে আওয়ামী ডাক্তার
লিখেছেন লিখেছেন শ্লোগান ০৩ মে, ২০১৩, ০১:২২:১১ রাত
কিছুক্ষণ পূর্বে জিটিভি'র সংবাদ সংলাপে জাতি কি দেখল। একজন বিএনপি নেত্রী আওয়ামী ঘরনার দু'জন আলোচক কে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই উত্তেজনার স্বরে বেশ কতগুলো কথা বলে গেলেন। হয়ত তার কথায় যুক্তি ছিল কিন্তু এমন উত্তেজনার স্বরে কথা বলে অন্যদের কথা বলতে না দেওয়া মোটেই সমীচিন নয়। তবে একজন আওয়ামী লীগ নেতা (সুভাষ সিংহ রায়) ও একজন বিএনপি নেত্রীর (নাম মনে করতে পারছি না) সাথে রাজনীতিক বিশ্লেষক পরিচয়ে যাকে (ডা: হাবিব এ মিল্লাত) বসানো হয়েছিল তাকে আমি কোনক্রমেই রাজনীতিক বিশ্লেষক বলতে পারছি না, কারণ তার কথাবার্তায় তিনি যে আওয়ামী ঘরনার তা স্পষ্টত:ই বুঝা যাচ্ছিল। জিটিভি কর্তৃপক্ষ রাজনীতিক বিশ্লেষক পরিচয়ে আওয়ামী ঘরনার একজন ডাক্তার কে কেন আনলেন তা বোধগম্য নয়, দেশে কি রাজনীতিক বিশ্লেষকের অভাব না কি? আমি মনে করি মিডিয়া কর্তৃপক্ষ টক শো'র জন্য যথাযথ আলোচক নির্বাচন করবেন এবং অবশ্যই টক শো'র নিয়ম কানুন মানার জন্য সকল কে পূবেই সতর্ক করে দিবেন যাতে দর্শকবৃন্দ প্রাণবন্ত আলোচনা শোনতে পায়।
বিষয়: বিবিধ
১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন