[b]গণতন্ত্র আজ কোথয় ? সংবিধান আজ কোথয় ? চলাফেরার স্বাধীনতা কোথয় ? এ গুলো কী প্রধানমন্ত্রী দেখছেন কী?[/b]

লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০০:৩০ রাত

গণতন্ত্র আজ কোথয় ? সংবিধান আজ কোথয় ? চলাফেরার স্বাধীনতা কোথয় ? এ গুলো কী প্রধানমন্ত্রী দেখছেন কী?



বাংলাদেশের সংবিধান

অনুচ্ছদে ৩৬ :-চলাফেরার স্বাধীনতা

৩৬। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।


সন্ধার একটূ আগে হাঁটছিলাম নর্থ টাওয়ারের পাশ দিয়ে হটাৎই দেখলাম যুবলীগের কতোগুলো পান্ডা লম্বা দুটো বেঞ্চি দিয়ে রাস্তা বন্ধ করছে কিছু লোক " কি রে ভাই রাস্তায় কি" বলতেই অকথ্য ভাষায় খিস্তি খেউর শুরু করলো জননেত্রীর সোনার ছেলেরা ...সামনেই একজন দাড়িওয়ালা যুবক ঐ রাস্তা দিয়ে যাওয়া শুরু করতেই চিৎকার করে ঐ মাস্তানগুলো বলতে লাগলো ঐ শালা রাজাকার অন্য রাস্তা দিয়ে যাহ ... রাজাকার এই রাস্তা দিয়ে পার হবিনা ... যুবকটি বিনা বাক্য ব্যায়ে অন্য রাস্তা দিয়ে নিজ গন্তব্য রওনা হলো ... একটূ সামনেই দেখলাম গোটা চল্লিশ তরুনের একটা দল রাস্তা বন্ধ করে জটলা করছে দিচ্ছে মাইকে শ্লোগান " জয় বাংলা " ফাসী ফাসী ফাসী চাই " এইসব শ্লোগান আর মাঝে মধ্যেই তাদের সাথে যোগ দেবার জন্য জনস্বাধারনকে অনুরোধ করছে যদিও তাতে কেউই সাড়া দিচ্ছেনা তবুও বেসুরো শ্লোগান চলছেই ...এর মাঝে পুলিশের এক কর্মকর্তা যিনি রাস্তায় কোন মহিলাও রিকসায় চড়লে অশ্লীল গালাগাল করে কান লাল করে দেন তিনিও রাস্তা বন্ধ করার জন্য কোন প্রতিবাদ তো দূরে থাক কাছে গিয়ে আড় করে বেঞ্চিতে বসা কদাকার ঐ যুবকদের ছালাম দিয়ে এমন এক ভেটকি হাসি দিলেন মনে হলো যেনো ওখানে ডিআইজি সাহেব বসে আছেন এর মাঝেই এক বয়স্ক দাঁড়িওয়ালা ভদ্রলোক ঐ জটলার পাশ দিয়ে যাওয়া শুরু করতেই আবারো পুলিশের সামনে অশ্লীল গালাগাল শুরু করলো যুবলীগের ঐ মাস্তানরা ঐ শালা রাজাকার মার ঐ ব্যাটা রাজাকার অন্য রাস্তা দিয়ে যা ... হায়রে ৮০ভাগ মসলমানের দেশে দাঁড়ি টূপি পড়া মানুষদের কি অপমান আওয়ামী লীগের আমলে , আওয়ামী লীগের প্রচ্ছণ্ণ সমর্থনে ঐ সব কুলাঙ্গাররা আর কতো অপমান করবে ... এখনই যদি দেশপ্রেমিক তৌহিদী জনতা ঘুরে না দাঁড়ায় তাহলে রাস্তা ঘাটে দাঁড়িটুপি পড়া মানুষ রাজাকারের বদনাম নিয়ে অপমানিত তো হতেই থাকবে ... আমার ভাবতেই লজ্জা হয় আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের বর্তমান কর্মকান্ড আসলে কি ? ভারতীয় দালালদের রুখে দিতে তারা কি করতে চাচ্ছে , বর্তমান সংকটে তাদের কি কোন ভূমিকাই নেই ?

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File