নতুন বাংলাদেশ---------------আমাদের বাংলাদেশ-----------আগামির বাংলাদেশ।

লিখেছেন লিখেছেন তুরান আহমেদ ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৯:৩৭ সকাল

নতুন বাংলাদেশ---------------আমাদের বাংলাদেশ-----------আগামির বাংলাদেশ।

তারুন্নের জোয়ার দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। তরুণেরা দেশ গড়বে, সঠিক নেতৃত্ব এ দেশে আসবেই।যুদ্ধ অপরাধীদের বিচার হবেই। এখন আমি মরেও শান্তি পাব। ( শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লিগ)।

এখনো অপেক্ষায় আছি বি, এন, পি সভানেত্রীর একাত্মতা ঘোষণার ............ আমি জানি,আমি বিশ্বাস করি বি,এন,পি যদি মহান সৈনিক+ নেতা জিয়াউর রহমান কে তাদের আদর্শ মানেন তারা দেরী করবেন না।

নতুন ভাবে, নতুন আঙ্গিকে শুরু হওয়ার, উন্নত আর জবাবদিহি সরকার গঠনের, সর্বোপরি গনতন্ত্র কে সঠিক ভাবে প্রয়োগ করতে পারার আর এভাবেই আমাদের এ দেশকে আগামি ২০/২৫ বছর এর মধ্যে অনেক দূর এগিয়ে নিয়ে জাওয়ার অনেক বড় একটা সুযোগ এখন আমাদের সামনে। এ সুযোগ যদি হারাই অন্তত আমি আমার জিবন্দশায় যে বাংলাদেশ আমি দেখতে চাই, তে দেখে যেতে পারব না ( আমার বয়স এখন ৩৩)

আমি জানি, আমি বিশ্বাস রাখি আমাদের ২ বৃহৎ রাজনৈতিক দলের উপর যারা জানেন, বোঝেন আমার চাইতে অনেক অনেক বেশি। তারা ভুল করবেন না কারন তারা যাদের আদর্শ মানেন তাদের মধ্যে দেশপ্রেম এর ঘাটতি ছিল না। তার প্রমান তারা দিয়ে গেছেন বলেই আপনারা টিকে আছেন। আপনারা প্রমান দিন। আসুন আমরা আওয়ামী লিগ, বি,এন,পি সহ সব দল,মত নির্বিশেষে সবাই ভেদাভেদ ভুলে অন্তত একবার মিছিল করি আর বিশ্বকে জানাই আমরা বাঙ্গালীরা তৈরি আগামি পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায়।

আমরা জানি , এখানে অনেক হিসাব নিকাশ আছে।আমি যদি আমার কথা বলি তাহলে বলব পলিটিক্স বুঝি না, কারন পলেটিক্স করি না। আসলেই করি না। না দেশের হয়ে, না নিজের সাথে। শুধু বুঝি হিসাব মিলানো অনেক কঠিন। কারন হিসাব কখনো একতরফা খুশি রাখার মত হিসাব দিতে পারে না। যাই হোক মাঝে মধ্যে হিসাব নিকাশ বাদ দিয়ে আসুন, দেখুন কত লাভ। আর লাভ না যদি না হয়, লস হওয়ার কোন ভয় নাই। এটা গেরান্টেড......এ অনুরোধ আমার, বাংলার প্রতিটা মানুষ যে যেখানে আছেন, যে যেই লেভেল এ আছেন, যে যেই ধর্ম পালন করেন সবার কাছে।

পলেটিশিয়ান যারা তাদের বলছি ,আপণী জানেন আপনার ব্রেইন টাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন। যদি নেগেটিভ/নোংরা পলেটিক্স এ তাহলে এ মুহূর্তে একটু পজেটিভ ভাবে কাজে লাগান আর যদি না পারেন প্লিজ একটু রেস্ট দিন বেচারাকে। তা না হলে -

জনগন রাজনৈতিক দল গুলোর মতো বার বার রাস্তায় নামে না। ৩০/৪০ বছর পর পর নামে। আর যখন নামে তখন কিছু একটা তো হয়। ইতিহাস সাক্ষী ।( তুরান আহমেদ, ১১/০২/২০১৩, সকাল ১১ঃ০৫)

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File