হিটলার মুসোলিনির প্রেতাত্মার আবির্ভাবে জাতির চরম সর্বনাশ ঘটতে পারে।

লিখেছেন লিখেছেন আল আমিন ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫০:০৯ দুপুর

শাহবাগের তরুনরা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন বিক্রমে সক্রিয় হয়ে উঠে তবে আমি বলতে বাধ্য, মুক্তিযুদ্ধের এর চেয়ে বড় অপমান আর হতে পারে না। তারুণ্যের জাগরণের মধ্য দিয়ে যে শক্তির স্ফুরণ ঘটে তাকে ইতিবাচক সক্রিয়তায় রূপান্তরিত করার জন্য সমবেত তরুনদের প্রজ্ঞার সম্মেলন দরকার। ঋতুরাজ বসন্ত অন্তর্হিত হয়ে যদি গুটি বসন্তের মহামারি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভয়ের কথা।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর উন্নতির ইতিহাস এবং গণতান্ত্রিক উন্নত সংস্কৃতির ইতিবৃত্তও তরুণ প্রজন্ম জানে। এ জন্য গতানুগতিকভাবে দল সমর্থনের বেড়াজাল থেকে বেরিয়ে এসে তরুণ প্রজন্মকে স্বচ্ছতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও সাহসীপনার পরিচয় দিতে হবে।

এর অভাবে তারুণ্যের উচ্ছ্বাস দিকভ্রান্ত হয়ে পড়লে তার ঘাড়ে চেপে হিটলার মুসোলিনির প্রেতাত্মার আবির্ভাবে জাতির চরম সর্বনাশ ঘটতে পারে।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File