স্বাধীনতার চেতনা বলতে কি ?
লিখেছেন লিখেছেন আল আমিন ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৯:৪৭ দুপুর
মনে হচ্ছে দেশের স্বাধীনতা আর জনগনের স্বাধীনতার সংজ্ঞা সম্পর্কে তাদের যথেষ্ট ধারনা নেই। এরা স্বাধীনতা বলতে কেবল জামায়াত বিরোধীতাই বুঝতে শিখেছে। সিমান্তে নিরীহ ফেলানীর লাশের ছবি দেখে তারা শাহবাগের মোরে আসার সাহস করে না, কারণ এখানে মিডিয়ার কাভারেজ থাকবে না, অন্যদিকে সরকার কর্তৃক সেই স্বাধীনতাও দেয়া হবে না। এরা নিরিহ বিশ্বজীতকে হত্যা, র্যাবের হাতে অন্যায় ভাবে গুলি বিদ্ধ হয়ে পঙ্গুত্ব্য বরন করা লিমনের জন্য রাজপথে নামার চেতনা ধারন করে না। এখানেও সুশীল মিডিয়া বাুবদের কোন আনাগোনা হবে না এটাও তারা ভালো করে জানে। অধুনা ইডেন গার্ডেনের ছাত্রীদের কে একটি মাত্র সিটের জন্য কিভাবে মন্ত্রী, এমপি এবং ছাত্র নেতাদের লালশার শিকার হতে হয়েছে তা তো এই সুশিল মিডিয়া এবং বর্তমান সরকারী দলীয় ছাত্রী সংগঠনের পারস্পরিক কোন্দলের কারনে প্রকাশিত হয়েছে। এখানে মৌলবাদি জামায়াত শিবিরের কোন হাত কল্পনা করে তাকেও কেউ অস্বিকার করেননি। এসব বিষয়েও তাদের স্বাধীনতার চেতনায় কোন জোশ উঠেনা। কিছু যুবক ছেলে যখন কিছু যুবতীকে নিয়ে রাতের বেলায় মোমবাতি জ্বালীয়ে পাশাপাশি বসে জামায়াত বিরোধীতার কির্তন করে, তখন সাধারন মানুষ, যাদের মধ্যে ধর্মীয় মুল্যবোধের নামমাত্র নিশানাও অবশিষ্ট আছে, তারা প্রশ্ন করে জানতে চায় যে, এই তরুনীগুলো কারা, যারা এত রাত অব্দি যুবকদের সাথে এক কাতারে বসে জামায়াত বিরোধীতার কির্তন গাইছে। তাদের বাবা মারা কি তাদের কে খোলা মাঠে ছেড়ে দিয়ে স্বাধীনতার চেতনা শিক্ষা দিচ্ছে??? এই চেতনার বলি হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের কোন মানিকের নজরে পড়বে তখন কোথায় থাকবে তাদের সোনার বাংলা স্বাধীনতার চেতনা???? তখন হয়তো এ জাতিয় নেশা খোর ধর্ম বিদ্ধেষী ব্লগার দের কে প্রতিবাদের জন্য শাহবাগের মোরে খুজে পাওয়া যাবে না।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন